বাংলার খবর২৪.কম : মাইক্রোসফটের জনপ্রিয় সফটওয়্যার ‘মাইক্রোসফট অফিস’ এর পরবর্তী সংস্করণটিতে ব্যবহারবান্ধব ‘টেল মি’ যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। অফিস অনলাইনে এই সুবিধাটি থাকলেও, এবার ডেস্কটপ ব্যবহারকারীদের জন্যও নতুন অফিস সংস্করণে এই ফিচারটি নিয়ে আসা হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ-কে এ তথ্য জানিয়েছেন মাইক্রোসফট অফিসের পরিকল্পনার সঙ্গে যুক্ত একাধিক সূত্র।
‘টেল মি’ ফিচারটি ‘হেল্প’ অপশনে কাজ করবে। ফিচারটি মাধ্যমে ব্যবহারকারীরা মাইক্রোসফট অফিস ব্যবহারের নানা প্রশ্নের উত্তর সহজে পাবেন। এজন্য ব্যবহারকারীরা বিভিন্ন কমান্ড দিতে পারবেন।
ফলে অন্য কোনো ব্যক্তির সাহায্য ছাড়াই মাইক্রোসফট অফিসের যে কোনো অজানা অপশন সম্পর্কে ব্যবহাকারী নিজেই জেনে নিতে পারবেন টেল মি ফিচারটি থেকে। প্রিন্ট কীভাবে দেবেন কিংবা ফন্ট পরিবর্তন এরকম যে কোনো কিছু জানা না থাকলে, তা টেল মি অপশন থেকে সহজেই জেনে নেয়া যাবে।
এ ধরনের সেবা অফিসের পরবর্তী সংস্করণের ব্যবহারকে আরো সহজ করে দেবে বলে অভিমত সংশ্লিষ্টদের। এছাড়া নতুন সংস্করণটিতে আরো বিশেষ কিছু থাকবে বলে আগেই ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। তবে অন্যান্য ফিচারগুলো সম্পর্কে তথ্য প্রকাশ করেনি মাইক্রোসফট।
শিরোনাম :
আরো বেশি ব্যবহারবান্ধব হচ্ছে মাইক্রোসফট অফিস
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:২৫:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪
- ১৭১৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ