যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি ছাড়াও দেশেটির সীমানার ভেতরে যুদ্ধ টেনে আনার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র যে চেষ্টা করছে তা সফল হবে না। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের কেন্দ্র এবং গত পাঁচ বছরে ইরাক ও সিরিয়াসহ গোটা মধ্যপ্রাচ্যে শত্রুদের পরাজিত করেছে ইরান।
ইরানের অভিজাত বিপ্লবী গার্ডসের একজন ক্ষমতাশালী কমান্ডার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ারি করে বলেছেন, যদি আপনি যুদ্ধ শুরু করেন, তবে আমরা তার ইতি টানব। এ যুদ্ধ আপনার এতদিনের সব অর্জন ভণ্ডুল করে দেবে। তিনি বলেন, তেহরানকে না, ডোনাল্ড ট্রাম্পের উচিত সরাসরি আমাকে হুমকি দেয়া। এ সময়ে মার্কিন প্রেসিডেন্ট নৈশক্লাব ও জুয়া হলের ভাষা ব্যবহার করেছেন বলে তিনি মশকরা করেন।
দুই দেশের উত্তপ্ত বাক্যবিনিময়ে সর্বশেষ মন্তব্য করেন কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাসেম সোলাইমানি। সোলাইমানি বলেছেন- একজন সৈনিক হিসেবে আপনার হুমকির জবাব দেয়ার দায়িত্ব আমার। যদি আপনি হুমকির ভাষা ব্যবহার করেন, আমার সাথে কথা বলুন; প্রেসিডেন্টের সাথে নয়। আপনার বক্তব্যের জবাব দেয়া আমাদের প্রেসিডেন্টের মর্যাদার সাথে যায় না।
সোলাইমানির এ বার্তার সার কথা হচ্ছে- হয় ইরানের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বন্ধ করুন, নতুবা ইরানি জবাবের ঝুঁকি নেন। তিনি বলেন, আমরা আপনার কাছেই, এত কাছে যেটি আপনি কল্পনাও করতে পারবেন না। আসুন! আমরা প্রস্তুত। যদি আপনি যুদ্ধ শুরু করেন, আমরা সেটির ইতি টানব। এই যুদ্ধ আপনি এতদিন যা অর্জন করেছেন, তার সব শেষ করে দেবে।
ইসরাইলের জ্বালানিমন্ত্রী ইউভেল স্টিনিটজ বলেন, সোলাইমানির এই উত্তপ্তবাক্য কেবল গলাবাজি ছাড়া আর কিছু নয়। কারণ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শক্তিমত্তা সম্পর্কে ইরান ভালো করেই জানে।
শুক্রবার সাংবাদিকদের সাথে আলাপকালে ইরানের সেনাবাহিনীর প্রধান সমন্বয়কারী রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা সব দেশের জাহাজের নিরাপত্তা ইরানের হাতে। ইরান তাদের নিরাপত্তা নিশ্চিত করলেই কেবল সেখান থেকে জাহাজ চলাচল করতে পারে। ইরান নিরাপত্তা নিশ্চিত করলেই কেবল হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি অব্যাহত থাকবে। তবে ইরান শুধু নিজের জাহাজগুলোকে নিরাপত্তা দিচ্ছে না। সব দেশের জাহাজের নিরাপত্তা নিশ্চিত করছে।
হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেন, ইরানের নৌবাহিনী পারস্য উপসগার, হরমুজ প্রণালী, এর পূর্বাঞ্চল, ভারত মহাসাগরের উত্তর অংশ এবং ওমান সাগরের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। ইরান বারবারই এ কথা ঘোষণা করেছে যে, পারস্য উপসাগরে বিদেশি সেনা উপস্থিতির প্রয়োজন নেই। আঞ্চলিক দেশগুলো সেখানকার নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম।
ইরান এর আগে হুমকি দিয়ে বলেছে, ইরানকে তেল বিক্রি করতে দেয়া না হলে হরমুজ প্রণালী দিয়ে অন্যরাও তেল বিক্রি করতে পারবে না।