বাংলার খবর২৪.কম : স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার জন্য সার্চ জায়ান্ট গুগল তাদের আসন্ন নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে স্বয়ংক্রিয় ডাটা এনক্রিপ্ট সুবিধা থাকবে বলে জানিয়েছে। এর ফলে ডাটা হ্যাক করা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মোবাইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যে নজরদারির বিষয়টি কঠিন হয়ে দাঁড়াবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট-এর খবরে বলা হয়েছে, নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড এল’ কয়েক মাস পরেই বাজারে আনতে চলেছে গুগল। স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীরা নতুন অ্যান্ড্রয়েড এল অপারেটিং সিস্টেমটিতে বাই ডিফল্ট ডাটা এনক্রিপ্ট সুবিধা পাবে বলে এক ঘোষণায় নিশ্চিত করেছে গুগল।
নতুন ফিচারের ফলে কেবল যার কাছে স্মার্টফোনের পাসওয়ার্ড থাকবে, সেই স্মার্টফোনে রাখা তথ্যে নজরদারি করতে পারবে। ফোনে থাকা তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে এনক্রিপ্ট হয়ে যাবে বলে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে মোবাইল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য নজরদারি বা ফোন চুরি হয়ে গেলেও অন্যেরা তথ্যে উদ্ধার করতে পারবে না। এটি স্মার্টফোনে জমা রাখা তথ্যের নিরাপত্তায় আরো একটি বাড়তি স্তর হিসেবে কাজ করবে।
শিরোনাম :
অ্যান্ড্রয়েডে আসছে স্বয়ংক্রিয় ডাটা এনক্রিপ্ট সুবিধা
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০১৪
- ১৬২৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ