ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৩৮তম বিসিএস পরীক্ষা-২০১৭ এর আবশ্যিক বিষয়ের লিখিত পরিক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
তারিখ, বিষয়ের নাম ও বিষয় কোড:
৮-৮-২০১৮ বুধবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত, (ইংরেজি-০০৩, সাধারণ ও কারগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য)
৯-৮-২৯১৮ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত, (বাংলাদেশ বিষয়াবলী-০০৫, সাধারণ ও কারগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য)
১১-৮-২০১৮ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (আন্তর্জাতিক বিষয়াবলী-০০৭, সাধারণ ও কারগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য)
দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, (গাণিতিক জুক্তি-০০৮, সাধারণ ও কারগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য)
১২-৮-২০১৮ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত (সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি-০১০, শুধু সাধারণ ক্যাডারের জন্য)
দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত, (মানসিক দক্ষতা-০০৯, সাধারণ ও কারগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য)
১৩-৮-২০১৮ সোমবার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত, (ক) বাংলা ১ম-০০১, ২য়-০০২, সাধারণ ও কারগরি/পেশাগত উভয় ক্যাডারের জন্য)
(খ)সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত, বাংলা ১ম পত্র-০০১, শুধু কারিগরি/পেশাগত ক্যাডারের জন্য)
পরীক্ষা সংক্রান্ত জরুরি নির্দেশনা:
ক) ২০০ নম্বরের প্রতিটা লিখিত পরিক্ষার সময় ৪ ঘণ্টা ও ১০০ নম্বরের প্রতিটা লিখিত পরীক্ষার সময় ৩ ঘণ্টা।
খ) পরীক্ষা শুরু হওয়ার ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না।