ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে উপজেলার কৈলাটি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আবুল কালাম (৫০)। তিনি কেন্দুয়ার কৈলাটি গ্রামের বাসিন্দা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির সীমানা নিয়ে আবুল কালামের সঙ্গে তাঁর ছোট ভাই সবুজ মিয়ার বেশ কিছু দিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে গতকাল বিকেলে সবুজ মিয়ার ছেলে মামুন মিয়ার (২২) সঙ্গে চাচা আবুল কালামের বাগ্বিতণ্ডা হয়।
একপর্যায়ে সবুজ মিয়া ও তাঁর লোকজন লাঠিসোঁটা নিয়ে কালামের ওপর হামলা চালান। এতে আবুল কালাম, তাঁর স্ত্রী রোকেয়া আক্তার ও ছেলে উজ্জ্বল মিয়া আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী ও ছেলে বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ শুক্রবার দুপুরে তিনি বলেন, আবুল কালামের লাশের ময়নাতদন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।