ডেস্ক :সম্প্রতি ভারতে সোশ্যাল মিডিয়ায় একটি সাপের ছবি ভাইরাল হয়েছে। ৭ মুখওয়ালা ভয়ঙ্কর অলৌকিক 'সাপ'। অনেকে ছবিটি প্রিন্ট আউট করে রীতিমতো পূজা শুরু করেছিলেন।
কিন্তু বিজ্ঞানমনষ্ক লোকের সংখ্যাও তো এখন কম নয়। তারা বিষয়টি এতটা সহজভাবে নেননি। শুরু করেন বিচার বিশ্লেষণ। তাতে দেখা গেছে, গোটা ব্যাপারটাই ফটোশপের কারসাজি। ভারতেরই কোনও অঞ্চলে রাস্তার ধারে ফণা তুলে দাঁড়ানো ওই সাপের ছবি তুলেছিলেন কেউ। তারপরের ফটোশপের সাহায্যে সেই সাপের মাথার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়।
ইন্টারনেট ঘাটলে দেখা যায়, কোনও কোনও ছবিতে সাপটির মাথার সংখ্যা তিন। কেউ কেউ আবার উৎসাহের বশে সাপটির শরীরে বসিয়ে দিয়েছেন হাজার খানেক মাথা। সাত মাথাওয়ালা সাপের পুরো সংবাদটিই ভুয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান