বাংলার খবর২৪.কম : পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র (ইন্টার সার্ভিসেস ইন্টিলিজেন্সি) নতুন মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রিজওয়ান আখতার।
দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর অসিম বাজবা নিজের টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, নতুন আইএসআই প্রধান সেনাপ্রধান রাহিল শরিফের ঘনিষ্ঠ। আর রাহিল শরিফ নিজে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের আস্থাভাজন হিসেবে বিবেচিত।
এদিকে আইএসআই’র বর্তমান প্রধান লে. জে. জহিরুল ইসলাম অক্টোবরে অবসরে গেলে রিজওয়ান তার স্থলাভিষিক্ত হবেন।
জানা গেছে, আইএসআই’র প্রধান হওয়ার পাশাপাশি রিজওয়ান এর র্যাংকেও উন্নতি হয়েছে। তাকে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এদিকে আইএসপিআর’র জানায়, আইএসআই’র মহাপরিচালক পদে পরিবর্তন ছাড়াও পাকিস্তানি সেনাবাহিনীর বেশ কিছু পদ ও র্যাংকেও পরিবর্তন এসেছে।
ধারণা করা হয়, পাকিস্তানের সরকার বিরোধী আন্দোলনে বিদায়ী আইএসআই প্রধান লে. জে. জহিরুলের ইন্ধন রয়েছে। আর এজন্যই গুরুত্বপূর্ণ এ পদে পরিবর্তন আনা হয়েছে বলে বিবেচনা করা হচ্ছে।
সূত্র : ডন
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান