ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রযুক্তির যুগে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথোপকথন তৈরি করাও সম্ভব।
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পথসভায় বোমা বিস্ফোরণ ঘটনায় বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোমা বিস্ফোরণের বিষয়ে ওই নেতার সঙ্গে আরেক নেতার কথোপকথনের অডিও পুলিশের হাতে আসে। তাঁকে গ্রেপ্তারও করা হয়। এ প্রসঙ্গেই কথাগুলো বলেন মির্জা ফখরুল। তাঁর কথা, এই অডিও আওয়ামী লীগেরই তৈরি।
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ‘খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব।
বিএনপি মহাসচিব বলেন, ‘প্রযুক্তির যুগটা আমরা এত ভালো করে বুঝি যে আমার সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপনও তৈরি করা দেওয়া যাবে।’ অডিও রেকর্ড আওয়ামী লীগই তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করার জন্য যত অস্ত্র আছে, প্রয়োগ করা হচ্ছে।’
গতকাল সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে জনগণের কাছে ভোট চেয়ে ব্যর্থ হয়ে ‘ব্লেম গেমে’ নেমে পড়েছে। এর জবাবে মির্জা ফখরুল বলেন, ভয় পেয়ে আওয়ামী লীগই ‘ব্লেম গেম’ শুরু করেছে। যুবলীগ পেট্রলবোমা হামলা চালিয়ে বিএনপির ওপর দায় চাপিয়েছে। তিনি বলেন, ‘ব্লেম গেম’ খেলায় আওয়ামী লীগ অভ্যস্ত।
কোটা আন্দোলনকারীদের স্বাধীনতাবিরোধী বলা হচ্ছে উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরে এসে একই টোটকা মানুষ আর খাবে না। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। এ জন্য তিনি জনগণকে এক হয়ে জাতীয় ঐক্য করার আহ্বান জানান।
খালেদা জিয়াকে আটকে রাখার ব্যাপারে উচ্চ আদালতও সরকারকে সহায়তা করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
সভায় বিএনপির নড়াইলের নেতা কামাল আহমেদ খালেদা জিয়াকে মুক্ত করতে ঈদের পর স্বেচ্ছা কারাবরণ করার জন্য জ্যেষ্ঠ নেতাদের প্রতি আহ্বান জানান।
আজকের সভায় কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, এখনকার পুলিশ বাহিনীর সদস্যরা ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মী। তারা পুলিশের ইউনিফর্ম পরে আছেন। নিজেরা ছোট হলেও অবস্থান শক্ত জানিয়ে বিএনপির উদ্দেশে বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনাকে সরাতে নতুন চিন্তা করতে হবে। বাংলাদেশে পানির চেয়ে রক্তের দাম কম। ভবিষ্যতে আন্দোলন করতে গেলে রক্ত ঝরবে এবং তা মাথায় নিয়েই নামতে হবে।’
এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ সভাপতির বক্তব্যে বলেন, বাংলাদেশকে সুপরিকল্পিতভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টি (জাফর) সভাপতিমণ্ডলের সদস্য আহসান হাবীব ও জাতীয় গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক খন্দকার লুৎফুর রহমান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান