বাংলার খবর২৪.কম : মাদারীপুরের কালকিনি উপজেলার পৌর এলাকাসহ ১৪টি ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম কালকিনি-ভূরঘাটা সড়কের বিভিন্ন স্থানে ধানের চারা ও গাছের চারা রোপন করে প্রতিবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।
সড়কে চরম দুর্ভোগের শিকার হয়ে সোমবার দুপুরে এভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক এমপি সৈয়দ আবুল হোসেনের তৎপরতায় ২১ কোটি টাকা ব্যয়ে চার কিলোমিটার কালকিনি-ভূরঘাটা সড়ক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপদ বিভাগ। কিন্তু সড়ক খুঁড়ে রেখে লাপাত্তা হয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ইন্টার কো-রোড এন্ড ব্রিজ নামের প্রতিষ্ঠানটি।
ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে থাকেন হাজার হাজার সাধারণ মানুষ। সড়কটির দুই পাশে উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কালকিনি উপজেলা পরিষদ, কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ, কালকিনি থানা, কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি, কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কালকিনি ফাজিল মাদরাসা, কালকিনি বাজারসহ বিভিন্ন এনজিও অফিস হওয়ায় সকলের কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে।
তাছাড়া সড়কটি ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়ক হওয়ায় রাজধানীসহ মাদারীপুর জেলা শহরে যাতায়াতের একমাত্র মাধ্যম এটি। তাই জীবনের ঝুঁকি নিয়ে বিগত চার বছর ধরে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক, অভিভাবক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলের চলাচল করতে হচ্ছে অথচ দেখার কেউ নেই।
অপরদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান যে টুকু কাজ সম্পন্ন করেছে তাতে অনিয়মের অভিযোগ উঠেছে পাহাড় সমান।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ মাদারীপুর জেলা অফিসের উপ-বিভাগীয় প্রকৌশলী তানিমুল হক বলেন ‘ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন হয়েছে। কাজে অনিয়মের অভিযোগ আমরাও পেয়েছি। তবে ঈদের পর ছাড়া কাজ শুরু করা সম্ভব নয়।’