ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বৃষ্টিভেজা একটি যুগলের ছবি তুলে রাতারাতি আলোচনায় চলে আসা সেই ফটো সাংবাদিক জীবন আহমেদকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে নিজের পেশার লোকদের হাতেই মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জীবন আহমেদ নিজেই।
এর আগে, জীবনের তোলা সেই ছবিটি সোমবার দিনব্যাপী সোশ্যাল মিডিয়ায় আলোচনায় ছিল।সাম্প্রতিককালের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে ভাইরাল হয় ছবিটি। এমনকী মঙ্গলবারও সেই আলোচনায় ভাটা পড়েনি। কিন্তু সেই ছবি তোলার অপরাধে নিজের পেশার লোকদের হাতেই মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জীবন।
তিনি বলেন, টিএসসির যে স্থানে ছবিটি তোলা হয়েছে সেখানেই (বটতলা) তাঁকে প্রকাশ্যে মারধর করা হয়েছে। লাঞ্ছনাকারীরা সকলেই আলোকচিত্রশিল্পী বলে জানা গেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান