বাংলার খবর২৪.কম : সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ ‘এ’ দল। বিনা উইকেটে ৮৮ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে টাইগাররা। তবে প্রথম দিনে বৃষ্টির কারণে মাঠে বল গড়েছে মাত্র ২১.২ ওভার।
সোমবার ফতুল্লার খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সফরকারী জিম্বাবুয়ে ‘এ’ দলের অধিনায়ক ভূসিমুজি সিবান্দা। কিন্তু অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পারেনি সফরকারী বোলাররা। প্রথম দিনে প্রতিপক্ষের কোনো উইকেটই তুলে নিতে পারেনি তারা।
বাংলাদেশের পক্ষে দুই ওপেনার শাহরিয়ার নাফিস ও সাদমান ইসলাম ৮৮ রান তুলে নির্বিঘেœ পার করে দেন প্রথম দিন। প্রথম চার দিনের ম্যাচে উপেক্ষিত থাকলেও দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে অর্ধশতক তুলে নিয়েছেন অভিজ্ঞ শাহরিয়ার নাফিস। ৭৩ বল মোকাবিলা করে ৫৮ রানের একটি ঝলমলে ইনিংস উপহার দেন এই বাহাতি ওপেনার। অপরাজিত এই ইনিংসটিতে ৯টি চার ও একটি ছক্কার মার রয়েছে। এছাড়া অপর ওপেনার সাদমান ৬২ বল খেলে ১৮ রান করে অপরাজিত আছেন।