ডেস্ক : থাইল্যান্ডে একটি বেসরকারী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত হয়েছে। আজ বুধবার সকালে দেশটির ছোনাবোট জেলায় এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে একটি ধানক্ষেতের ওপর পড়ে যায়।
থাইল্যান্ডের খোন কায়েন এয়ারপোর্টের পরিচালক আথিয়া ল্যাপমার্ক আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ওই দুর্ঘটনা পর খোন কায়েন জানিয়েছিলেন, হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। কিন্তু পরে তিনি ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এএস৩৫৫এনপি নামের হেলিকপ্টারটি সারাবুরি এলাকা থেকে উড্ডয়ন করেছিল। আজ সকাল ৯ টায় খোন কায়েন এয়ারপোর্টে হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল। কিন্তু ছোনাবোট জেলার আকাশে থাকাকালে এয়ার ট্রাফিক কন্ট্রোল অফিসের সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি বলেন, টামবোন ওয়াং সায়েং নামক স্থানে বিধ্বস্ত হওয়ার সাথে সাথে হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
সূত্র: দ্য ব্যাংকক পোস্ট
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান