ডেস্ক: হজ ফ্লাইটের তৃতীয় দিন শেষে ৩৮টি ফ্লাইটে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ১৩ হাজার ৮১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
সোমবার বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে মোট ছয় হাজার ৭৪ জন ও সৌদি এয়ারলাইন্সের ২৩টি ফ্লাইটে মোট সাত হাজার ৭৪০ জন সৌদি পৌঁছান।
জেদ্দা বিমানবন্দরে কর্মরত ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সূত্রে এ তথ্য জানা গেছে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনার ছয় হাজার ৭৯৮ জন ও বেসরকারি ৫২৮টি হজ এজেন্সির মাধ্যমে এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন।
সূত্র জানায়, সোমবার রাত ১০টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের ৩৮টি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনার তিন হাজার ২৫৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১০ হাজার ৫৫৫ জন সৌদি আরব পৌঁছান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান