
মনির হোসাইন: ছাপ্পান্ন হাজার বর্গমাইলের আমাদের এই বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ ভাগই শিশু। আবার এই শিশুদের মধ্যে ৪০ ভাগ দারিদ্র সীমার নিচে বাস করে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে শিশুদের সার্বিক পরিস্থিতি আশাব্যঞ্জক নয়। দারিদ্রের তীব্র কষাঘাতে জর্জরিত হয়ে বহু শিশু তাদের বেঁচে থাকার অধিকার, বিকাশের অধিকার, জীবনযাত্রার মান ভোগ ও বিনোদনের অধিকার ইত্যাকার নানা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিভাবকরা অভাবের তাড়নায় তাদের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করছেন। আবার ছিন্নমূল শিশুরা পেটের তাগিদে নিজেরাই টোকাই হচ্ছে, ঝুকিপূর্ণ কাজে নিয়োজিত হচ্ছে। দুমুঠো ভাতের কাছে পরাজিত হয়ে অন্ধকার জগতেও চলে যাচ্ছে আমাদের সমাজের শিশুদের একটি বিরাট অংশ। খুব সম্ভবত এই শিশুরাই আমাদের সমাজের সবচেয়ে দুর্বল অংশ। কারণ কয়েক দশক পরে আজকের এই শিশুদের হাতে অর্পিত হবে দেশ ও জাতির নেতৃত্ব। তাই আজ তাদের সময় ও যুগোপযুগীভাবে গড়ে তুলতে না পারলে দেশ ও জাতির ভবিষ্যৎ যে অন্ধকারের শূন্যতলায় নেমে যাবে তা নিঃসন্দেহে বলা যায়। সে হিসেবে আমাদের শাসকগোষ্ঠী শিশুদের প্রতি যতটুকু যত্নবান হওয়া উচিত ততটুকু যত্নবান নয়। শিশুদের এহেন অবস্থা থেকে রক্ষার আইন আছে, সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক সনদ ও প্রতিশ্রুতি আছে কিন্তু এগুলো প্রতিপালিত হচ্ছে না। জাতির কর্ণধার, বুদ্ধিজীবী, সুশীল সমাজের তাই এই দিকটায় বিশেষ নজর দেয়া দরকার। দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী শিশুদেরকে নৈতিক শিক্ষা দেয়ার বিষয় উপেক্ষা করছেন। যার ফলে শিশুদের কিছু অস্বাভাবিক আচরণও পরিলক্ষিত হচ্ছে। যাহোক, জাতির ভবিষ্যৎ বিনির্মাণে সমাজের সবাইকে একটা ঐকমত্যে অবশ্যই আসতে হবে। আর এব্যাপারে সবার আগে এগিয়ে আসতে হবে গণমাধ্যমকে। কারণ বর্তমান সময়ে গণমাধ্যম দাবি আদায়ের একটি বিরাট শক্তির উৎস। গণমাধ্যমে তার জোরালো ভূমিকার মাধ্যমে আমাদের সমাজের অবহেলিত শিশু গোষ্ঠির বর্তমান চিত্র সচেতন মহল সর্বোপরি সরকার মহলের দৃষ্টিতে নিয়ে আসতে পারে খুব সহজে। প্রকৃতপক্ষে গণমাধ্যম সরকার বা দায়িত্বশীল মহলকে শিশু সুরক্ষার ব্যাপারে যতটুকু তাগিদ দিতে সক্ষম হবে শিশু বিষয়ক দেশীয় ও আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষেও ততটুকু সক্ষম হবে না। কারণ গণমাধ্যমের উপযোগিতা আজ সর্বত্র স্বীকৃত ও ব্যাপৃত। সাধারণ নাগরিক, সচেতন মহল, রাজনৈতিক অঙ্গন সর্বোপরি সরকার মহলকে প্রভাবান্বিত করার বর্তমান সময়ে সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল গণমাধ্যম। তাহলে এটা নিশ্চিত যে শিশু অধিকার আদায়ে বর্তমান সময়ে সবচেয়ে জোরালো ও সাহসী ভূমিকা পালন করতে হবে গণমাধ্যমকে। শিশু অধিকার আদায়ে গণমাধ্যম তার নিজস্ব ভূমিকা পালনের পাশাপাশি যদি শিশুদেরকেও গণমাধ্যমে মাধ্যমে তাদের দাবি-দাওয়ার তুলে ধরার সুযোগ তৈরি করে দিতে পারে, তবে এটি আরো ফলপ্রসূ হবে এবং এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় ও কার্যকরী উদ্যোগে রূপলাভ করবে। তবে আশাব্যঞ্জক কথা হল, দেরীতে হলেও আমাদের দেশের অনেক গণমাধ্যম, শিশুদের সে সুযোগটি তৈরি করে দিয়েছে। ইলেক্ট্রিক মিডিয়ার মধ্যে প্রথমদিকে একুশে টেলিভিশন “মুক্তখবর” নামে ও দিগন্ত টেলিভিশন “দুরন্ত খবর” নামে শিশুকিশোরদের সংবাদ ভিত্তিক সংবাদ কার্যক্রম চালু করে। যেখানে শিশুরা শিশুরা নিজেরাই নিজেদের সংবাদ সংগ্রহ, প্রকাশ ও প্রচার করে থাকে। মিডিয়াতে নিজেদের দাবি দাওয়া তুলে ধরার আরেকটি সুযোগ তৈরি করে দেয় জাতিসংঘের নারী ও শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সারাদেশ দেশ নির্বাচিত শিশু সাংবাদিক, শিশু প্রতিনিধি ও সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ইউনিসেফ প্রতি মাসে “আমাদের কথা” নামে একটি করে অনুষ্ঠান নির্মাণ করে থাকে। যেটি বিটিভি প্রচার করে থাকে। সময়ের ব্যাবধানে বর্তমানে অনেকগুলো ইলেক্টিক মিডিয়া শিশু সংবাদ সেবা কার্যক্রম শুরু করেছে। পিছিয়ে থাকেনি প্রিন্ট মিডিয়াও। বর্তমানে প্রায় অনেকগুলো প্রিন্ট দৈনিক সাপ্তাহিক শিশুমূলক বিশেষ পাতা সংযোজন করেছে। আরেকটি সম্ভবনার কথা হল কিছু কিছু স্থানীয় দৈনিকও এগিয়ে এসেছে এই কার্যক্রমে। বৃহত্তর সিলেটের সর্বাধিক প্রচারিত ও পঠিত দৈনিক “সিলেটের ডাক” এক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত। স্থানীয় দৈনিক জগতে এই দৈনিকটি গত প্রায় ৮ বছর ধরে সাপ্তাহিক শিশুকিশোরমূলক পাতা “শিশুমেলা” প্রকাশ করে আসছে। এই বিশেষ উদ্যোগের স্বীকৃতিসরূপ ইতিমধ্যে এই দৈনিকটির সম্মাননা মিলেছে বহু জাতীয় ও আন্তর্জাতিক শিশু সংগঠনের। যত সময় যাচ্ছে গণমাধ্যম দিন দিন একটি শক্তিশালী মাধ্যমে আবির্ভূত হচ্ছে। যে কোন দাবি আদায়ের লক্ষে গণমাধ্যম প্রচারণা চালালে তা সহজেই বিশ্বমহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হচ্ছে বলে শিশু অধিকার আদায়ে গণমাধ্যমের দায়িত্ব আরো বাড়ছে। গণমাধ্যম শিশু অধিকার কি ও কেন, এই বিষয়গুলো বিচার বিশ্লেষনের মাধ্যমে দায়িত্বশীল ও সচেতন মহলের কাছে তুলে ধরবে এবং শিশু সুরক্ষায় সরকারকে আরো মনোযোগী হতে বাধ্য করবে এটাই প্রত্যাশা।