ডেস্ক:নেপালে ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ১২ জন।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, নেপালের নিম্নাঞ্চলসমূহ বিশেষ করে মোরাং, সুনসারী, সাপ্তারি, রাউতাহাট, সারলাহি, দাং ও বেনকে কমপক্ষে ৩৬ জনের মৃতের খবর পাওয়া গেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদী জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আর্মি, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্স দিয়ে এ তল্লাশি অভিযান চলছে। এছাড়া আহতদের চিকিৎসা ও ক্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে।
এদিকে আবহাওয়া পূর্বাভাস অফিস জানিয়েছে, দেশটিতে আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জনগণকে সতর্কতার সাথে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বন্যা পূর্বাভাস বিভাগেও এ বিষয়ে সতর্ক বার্তা পাঠানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান