পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

‘কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ’

ডেস্ক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার (০২ জুলাই) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ আরিফের পক্ষে আচরণবিধি লঙ্ঘনের এ অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে- ‘আসন্ন সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও যেহেতু এখনও প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় নি, তাই নির্বাচনের বিধি অনুযায়ী কেউই প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, সিলেট সিটি করপোরেশনের সরকার দলীয় মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও তার পক্ষে তারই স্ত্রী আসমা কামরান এবং যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন। যা বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন- ‘নির্বাচনের প্রথম ও প্রধান শর্ত যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা। কিন্তু নির্বাচন কমিশনের নির্লিপ্ততা নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি হয়ে যাচ্ছে। সিলেট সিটি করপোরেশনের সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রতীক বরাদ্দের আগেই যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, তা নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তরায়।’

সিলেট সিটি নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ করার স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে যারা ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে করেছেন’, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আরিফের পক্ষে ওই অভিযোগে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়েছে।

অভিযোগের ব্যাপারে বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- আচরণবিধি লঙ্ঘনের নির্দিষ্টভাবে নজরে আসার পরই নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন অভিযোগটি গ্রহন করেছেন এবং ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। অভিযোগ দায়েরের পর সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আর পরিলক্ষিত হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান বলেন- ‘অভিযোগপত্রটি এখনো আমার টেবিল পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে এ বিষয়ে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। ‘

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

‘কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ’

আপডেট টাইম : ০৩:৪৬:৩০ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮

ডেস্ক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। সোমবার (০২ জুলাই) সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ আরিফের পক্ষে আচরণবিধি লঙ্ঘনের এ অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখযোগ্য অংশের মধ্যে রয়েছে- ‘আসন্ন সিলেট সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হলেও যেহেতু এখনও প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয় নি, তাই নির্বাচনের বিধি অনুযায়ী কেউই প্রচারণায় অংশগ্রহণ করতে পারেন না। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করছি, সিলেট সিটি করপোরেশনের সরকার দলীয় মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান ও তার পক্ষে তারই স্ত্রী আসমা কামরান এবং যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের নিয়ে মেয়র প্রার্থী বদরউদ্দীন আহমদ কামরানের ছেলে আরমান আহমদ শিপলু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন। যা বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।’

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন- ‘নির্বাচনের প্রথম ও প্রধান শর্ত যেখানে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করা। কিন্তু নির্বাচন কমিশনের নির্লিপ্ততা নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি হয়ে যাচ্ছে। সিলেট সিটি করপোরেশনের সরকারদলীয় প্রার্থীর পক্ষে প্রতীক বরাদ্দের আগেই যেভাবে প্রচারণা চালানো হচ্ছে, তা নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না, যা নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তরায়।’

সিলেট সিটি নির্বাচন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ করার স্বার্থে নৌকা প্রতীকের পক্ষে যারা ‘নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে করেছেন’, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আরিফের পক্ষে ওই অভিযোগে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়েছে।

অভিযোগের ব্যাপারে বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন- আচরণবিধি লঙ্ঘনের নির্দিষ্টভাবে নজরে আসার পরই নির্বাচন কমিশনে অভিযোগ দেয়া হয়েছে। নির্বাচন কমিশন অভিযোগটি গ্রহন করেছেন এবং ব্যবস্থা নেয়ার কথা বলেছেন। অভিযোগ দায়েরের পর সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি আর পরিলক্ষিত হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামান বলেন- ‘অভিযোগপত্রটি এখনো আমার টেবিল পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে এ বিষয়ে যথাযথ ব্যাবস্থা নেয়া হবে। ‘