ডেস্ক : অবশেষে দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ইউরোপের দেশ সুইডেন। পেনাল্টি থেকে করা একমাত্র গোলেই সুইডেনের জয় এসেছে।
অবশ্য ফিফা র্যাংকিংয়ে সুইডেনের অবস্থান দক্ষিণ কোরিয়ার চেয়ে অনেক এগিয়ে। সুইডেন ২৩ নম্বরে এবং ৬১ নম্বরে অবস্থান দক্ষিণ কোরিয়ার।
তবে খেলা শুরুর প্রথমার্ধে তা বোঝা যায়নি। যদিও তুলনামূলক অনেক বেশি শক্তিশালী সুইডেন। বাছাই পর্বের প্লে-অফে তারা ইতালির মতো চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপে খেলতে এসেছে। অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই করেই হেরেছে দক্ষিণ কোরিয়া।
প্রথমার্ধে একের পর আক্রমণ এবং পাল্টা আক্রমণ দেখা গেলেও গোল পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে এসে আক্রমণের ধার বাড়িয়ে দিয়ে পেনাল্টি আদায় করে নেয় সুইডিসরা। এমনকি সেটা প্রমাণের জন্য ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তা নিতে হয়েছে। আন্দ্রেস গ্রাঙ্কভিস্টের শটে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইডেন।