ডেস্ক: সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীররাতে দেশটির রিয়াদের চোলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে এয়াছিন ওরফে ফকির (৩৪)।
নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশী ফরিদ আহমদ ভূঁইয়া সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের রিয়াদের চোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ইসলাম ও এয়াছিন। ওই ফ্যাক্টরির একটি কক্ষে তারা রাত যাপন করতেন।
শনিবার গভীররাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে বাসায় থাকা দুই প্রবাসীসহ সকল মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে ছৌমুছি হাসপাতাল মর্গে পাঠায়। নিহত কামরুল ইসলাম ও এয়াছিন দুই সন্তানের জনক। দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান