পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

খোয়াই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী

হবিগঞ্জে : হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। ইতিমধ্যে বাঁধের বেশ কিছু অংশ ধসে নদীতে পড়ে গেছে। বাকি অংশেও রয়েছে ফাটল। যে কোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বাঁধ ভাঙলে হাওরবেস্টিত নদীতীরবর্তী গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, শহরের মাছুলিয়া ব্রিজের পূর্বপাড়ে নদীর বাঁধ খসে পড়ছে। ব্রিজের পাশ থেকে প্রচুর পরিমাণে বালু উত্তোলনের ফলে ওই স্থানটিতে বিশাল গর্তের সৃষ্টি হয়। আর নদীর পানি কমে যাওয়ায় বাঁধ ধসে পড়তে থাকে। এখন বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ভাঙতে পারে। তবে এটি মেরামতের জন্য চেষ্টা করা হচ্ছে।

সরেজমিন জানা গেছে, শহরতলির তেঘরিয়া ইউনিয়নের কাকিয়ার আব্দা এলাকায় রোববার দুপুরের পর হঠাৎ নদীর বাঁধে ফাঁটল দেখা দেয়। একপর্যায়ে বাঁধ ধসে নদীতে পড়তে থাকে। বিকালের মধ্যেই বাঁধের বিশাল এলাকা ধসে নদীতে পড়ে যায়। বাকি অংশেও ফাঁটল দেখা দেয়। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে নদীর বাঁধের এ অংশটি যে কোনো সময় ভাঙতে পারে। আর বাঁধ ভাঙলে তেঘরিয়া ও পইল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই মাছুলিয়া ব্রিজের পাশে নদীর পূর্ব অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়ে বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকির মাঝে রয়েছে মাছুলিয়া ব্রিজটিও।অবিলম্বে অনিয়ন্ত্রিত এ বালু উত্তোলনের দাবি জানান তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

খোয়াই নদীর বাঁধে ভাঙন, আতঙ্কিত এলাকাবাসী

আপডেট টাইম : ০৫:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুন ২০১৮

হবিগঞ্জে : হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভাঙতে শুরু করেছে। ইতিমধ্যে বাঁধের বেশ কিছু অংশ ধসে নদীতে পড়ে গেছে। বাকি অংশেও রয়েছে ফাটল। যে কোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বাঁধ ভাঙলে হাওরবেস্টিত নদীতীরবর্তী গ্রামগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় আশপাশের গ্রামগুলোর বাসিন্দাদের মধ্যে আতঙ্কা দেখা দিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম জানান, শহরের মাছুলিয়া ব্রিজের পূর্বপাড়ে নদীর বাঁধ খসে পড়ছে। ব্রিজের পাশ থেকে প্রচুর পরিমাণে বালু উত্তোলনের ফলে ওই স্থানটিতে বিশাল গর্তের সৃষ্টি হয়। আর নদীর পানি কমে যাওয়ায় বাঁধ ধসে পড়তে থাকে। এখন বাঁধটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ভাঙতে পারে। তবে এটি মেরামতের জন্য চেষ্টা করা হচ্ছে।

সরেজমিন জানা গেছে, শহরতলির তেঘরিয়া ইউনিয়নের কাকিয়ার আব্দা এলাকায় রোববার দুপুরের পর হঠাৎ নদীর বাঁধে ফাঁটল দেখা দেয়। একপর্যায়ে বাঁধ ধসে নদীতে পড়তে থাকে। বিকালের মধ্যেই বাঁধের বিশাল এলাকা ধসে নদীতে পড়ে যায়। বাকি অংশেও ফাঁটল দেখা দেয়। এতে তেমন কোনো ক্ষতি হয়নি। তবে নদীর বাঁধের এ অংশটি যে কোনো সময় ভাঙতে পারে। আর বাঁধ ভাঙলে তেঘরিয়া ও পইল ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই মাছুলিয়া ব্রিজের পাশে নদীর পূর্ব অংশ থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে বিশাল গর্তের সৃষ্টি হয়ে বাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকির মাঝে রয়েছে মাছুলিয়া ব্রিজটিও।অবিলম্বে অনিয়ন্ত্রিত এ বালু উত্তোলনের দাবি জানান তারা।