ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মুরাদাবাদ, মুজাফফরনগর, মিরাত সাম্ভাল ও বদাউনে শক্তিশালি ধূলিঝড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনের বলা হয়েছে শুক্রবার বিকেলে ঝড়টি আঘাত হানে।
জানা গেছে, হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি মুরাদাবদ জেলায়। এখানে সাতজনের মৃত্যু হয়েছে। মুজাফফরনগর ও মিরাতে ২ জন করে চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া সাম্ভালে তিনজন ও বাদাউনে দু্জনের মৃত্যু হয়েছে।
ত্রাণ কমিশনার সঞ্জয় কুমার জানিয়েছেন, গাছ পড়ে ও বাড়ি ধসে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরোহাদে একটি টিনশেড ধসে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দুর্গত এলাকায় ত্রাণ নিশ্চিতের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে বলা হয়েছে।
চলতি বছর ভারতে ঝড়ে এ পর্যন্ত ১৫০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন মারা গেছে বজ্রপাতে। অন্যদের গাছ ভেঙ্গে অথবা দেয়াল ধসে মৃত্যু হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান