ডেস্ক : দিনাজপুরে শ্বশুরবাড়িতে বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে মিনহাজুল ইসলাম নামের এক শিশুকে শ্বাসরোধ ও ছুরি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে খালাতো ভাই রাজিদুল ইসলামের বিরুদ্ধে।
এ ঘটনায় আটক রাজিদুল ইসলামের দেওয়া তথ্য মতে পুলিশ নবাবগঞ্জ উপজেলার চকদলু গ্রামের এক ভূট্টা ক্ষেত থেকে বুধবার ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু মিনহাজুল ইসলাম (৯) বিরামপুর উপজেলার জোতবানি গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে এবং ওই এলাকার জোতবিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
আটক রাজিদুল ইসলাম (২০) বিরামপুর উপজেলার জোতবানি গ্রামের রাশেদুল ইসলাম ভুট্ট’র ছেলে।
শিশুটির পিতা দেলোয়ার হোসেনের উদ্ধৃতি দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজিদুল ও মিনহাজুল উভয়ে খালাতো ভাই। পাশাপাশি বাড়ি। মঙ্গলবার দুপুরে রাজিদুল তার শ্বশুর বাড়িতে হিলি বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশু মিনহাজুলকে নিয়ে যায়।
রাত সাড়ে ৯টার দিকে রাজিদুল একাই বাড়িতে ফিরলে শিশুটির বিষয়ে জানতে চায় তার পরিবার। এসময় সে জানায়, শিশু মিনহাজুলকে হত্যা করে ভুট্টা ক্ষেতে রেখে দিয়েছি। পরে তাকে নিয়ে রাতেই এলাকাবাসী নবাবগঞ্জ উপজেলা চকদলু রাস্তার পাশে ভুট্টার ক্ষেতে খোঁজাখুঁজির করলেও লাশ উদ্ধার করতে পারেননি। পরে বুধবার বেলা সাড়ে ১১টায় খবর পেয়ে ওই এলাকা থেকেই শিশুটির লাশ উদ্ধার করে নবাবগঞ্জ পুলিশ।
নবাবগঞ্জ থানার ওসি সুব্রত রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ওই যুবককে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করে এলাকাবাসী। পরে আটক রাজিদুল ইসলামকে নবাবগঞ্জ থানায় সোপর্দ করে বিরামপুর পুলিশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার কোন জের থাকতে পারে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান