দোহার থেকে ফিরে,ফারুক আহম্মেদ সুজন : দোহার উপজেলার প্রতিটি এলাকায় যুবকদের হাতে মাদকের ব্যবহার বেড়েই চলছে। বৃদ্ধি পাচ্ছে মাদকাসক্তের সংখ্যা।
জানা যায়, দোহার উপজেলার বর্তমানে প্রতিটি পাড়া-মহল্লায় মাদক বিক্রি চলছে। মাদক ব্যবসায়ীরা প্রতিপিস ইয়াবার মূল্য ১২০ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি করছে।
মাদক ব্যবসায়ীরা অধিকাংশ থানা পুলিশের সোর্স ও কোন কোন রাজনৈতিক দলের সাথে সম্পক্ত। প্রায় প্রতিদিনই পুলিশ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী ইয়াবাসহ আটক হচ্ছে। আটকের পর থানা পুলিশের বাণিজ্যেও মাধ্যমে কেউ মুক্তি পাচ্ছে। আবার বিষয়টি জানাজানি হয়ে গেলে মামলা দিয়ে কোর্টে পাঠাচ্ছে পুলিশ। মামলায় তদন্ত কর্মকর্তার গাফিলতি থাকার কারনে গ্রেফতারের পর জামিনে ছাড়া পেয়ে আবারো ইয়াবার ব্যবসায় জরাচ্ছে।
অনুসন্ধানে জানা গেছে, উপজেলায় মাদকের বেচাকেনা হয় দোহারের মৈনট ট্রলার ঘাট, মৈনট আবাসন প্রকল্প, বাহ্রা ট্রলার ঘাট, নারিশা ট্রলার ঘাট, নিকড়া, বানাঘাটা, আল-আমিন বাজার,মিজান নগর,মালিকান্দা বটতলা, ঝনকি, সুতারপাড়া, দোহার চান্দের বাজার, দক্ষিণ শিমুলিয়া, অরঙ্গবাদসহ আরো বেশ কয়েকটি স্থানে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাদক সরবরাহ ও বিক্রয় করে থাকে। মাদক সেবনকারী ও ব্যাবসায়ীরা বিভিন্ন কৌশলে বিভিন্ন এলাকায় মোটর-সাইকেল, ইজি বাইক ও রিক্সায় চলন্ত অবস্থায়ও মাদক দ্রব্য বেচাকেনা করে থাকে। আরো জানা যায়, ভারতীয় সীমান্ত থেকে পাচার হয়ে দোহারের পদ্মা নদী পাড় হয়ে মাদক রাজধানী ঢাকায় প্রবেশ করে।
দোহার উপজেলার বসবাসকারীদের শতকরা প্রায় ৮০ ভাগ পুরুষ প্রবাসী।তাদের উঠতি বয়সের সন্তানেরা বাবার শাসন থেকে প্রায় মুক্ত থাকার ফলে সহজ-সরল মা কিংম্বা অভিভাবককে নানা রকম কথা বুঝিয়ে টাকা আদায় করে তা দিয়ে বখাটে ও নেশাগ্রস্ত বন্ধুদের সাথে আড্ডায় মেতে দুহাতে টাকা থরচ করে।
এভাবে নিজের অজান্তেই একদিন মাদকের বিষাক্ত থাবায় নিজেকে সপে দেয়। দোহার উপজেলায় হাত বাড়ালেই ইয়াবা, গাঁজা, ফেনসিডিল ও বাংলা মদ পাওয়া যায়। মোটর-সাইকেল, ইজি বাইক ও অটোরিক্সায় চলন্ত অবস্থায়ও মাদক গ্রহন ও মাদকের বেচাকেনা হয়ে থাকে।বর্তমানে উপজেলার মাধ্যমিক স্কুল ও কলেজে ছড়িয়ে রয়েছে এই মরণ নেশা। এসব মাদকসেবীরা গড়ে প্রতিদিন অন্তত ৫লাখ টাকার মাদক সেবন করে থাকে মাসে দেড় কোটি টাকা।
দোহার গ্রামের মনজুর খান জানান, দোহারে মাদকের ছড়াছড়ি হলেও প্রশাসন কেন এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হিমশিম খাচ্ছে বুঝে উঠতে পারছি না। মেঘুলা বাজারের এক ব্যবসায়ী নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগে করে বলেন, মাদকের ভয়াবহতায় ছেলে-মেয়ে নিয়ে খুব চিন্তায় আছি। মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের কতিপয় সদস্যের সখ্যতা রয়েছে বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কমৃকর্তা বলেন, প্রাণঘাতী এই মাদকের প্রভাবে সমাজে বেড়ে যাচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মত মারাত্মক অপরাধ। সম্প্রতি দোহারে ২টি খুনের ঘটনার সঙ্গে কোন না কোন ভাবে মাদকসেবী জড়িত রয়েছে।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন মাদক ব্যবসায়ীদের সাথে তাদের সখ্যতার বিষয়টি অস্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক ব্যবসায়ীদের ছাড় নেই।
শিরোনাম :
দোহারে মাদকের ভয়াল থাবা মাদকাসক্তের সংখ্যা বাড়ছে
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
- ১৭৭৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ