বাংলার খবর ডেস্ক: স্বাধীন বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গি ও মাদকের কোনো স্থান হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ৩৫তম বিসিএসের সহকারী পুলিশ সুপারদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গি ও মাদকের কোনো স্থান হবে না। এক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
অনুষ্ঠানে শেখ হাসিনা পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সেখানে তিনি সমপানী কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির পুলিশ সুপার (এসপি) আবদুস সোবহান জানান, প্রধানমন্ত্রী ৩৫তম বিসিএসসের এই নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। বিকালে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।