বাংলার খবর২৪.কম : গত নির্বাচনের পর বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের প্রথম হরতালের দুপুরে রাজধানীর বেইলী রোডে অল্পসংখ্যক কর্মীসহ মিছিল করেছেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল।
সোমবার বেলা পৌনে ১২ টার দিকে সোহেলের নেতৃত্বে ব্যানারবিহীন মিছিলটি ভিকারুনন্নেসা নূন স্কুল এন্ড কলেজে সামনে থেকে শুরু হয়ে গলির ভেতর দিয়ে রমনা থানা মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
অতীতের আন্দোলনে ব্যর্থতার কারণে ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে সরিয়ে মাস দু’য়েক আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। বিএনপি জোটের ডাকা হরতালে আব্বাসসহ মহানগর সিনিয়র কোনো নেতাকে মাঠে দেখা যায়নি।
এ সময় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান বাচ্চু, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইসলাম আশরাফসহ অর্ধশতাধিক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
সংক্ষিপ্ত মিছিলটি পুলিশ আসার আগেই শেষ করে নেতাকর্মীরা নিরাপদে সরে পড়েন।
এদিকে মাদারটেকে সবুজবাগ থানা স্বেচ্ছাসেবক দল মিছিল বের করলে তাতে পুলিশ গুলি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় আটজন গুলিবিদ্ধ হয়েছেন। ওই মিছিল থেকে মাহবুব ও কাইয়ুম নামে সংগঠনটির দুইজনকে আটক করা হয়।
সংগঠনের দেয়া তথ্য অনুযায়ী গুলিবিদ্ধরা হচ্ছেন স্বেচ্ছাসেবক নেতা বিপুল, সোহাগ, লিটন, লতিফ, টুটুল, শামীম, আল-আমিন ও পলাশ।
অন্যদিকে রাজধানীর শান্তিনগরে বিএনপি মিছিল নিয়ে বের হলে সেখান থেকে দুইজনকে আটক করেছে পুলিশ।