ঢাকাঃ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আগামীকাল ৮ মে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। জামিন আবেদনের শুনানির জন্য পূর্ণ প্রস্তুত তার আইনজীবীরা। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলার বিভিন্ন দিক ও আইনের দিক বিশ্লেষণ করে এবং নথি পর্যালোচনা করে খালেদা জিয়াকে জামিন দেবেন বলে মনে করেন তার আইনজীবীরা। তবে তারা বলেন, আমরা আশঙ্কা করছি সর্বোচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে একের পর এক অন্য মামলায় গ্রেফতার দেখাতে পারে। অবশ্য সরকার এ রকম অশুভ তৎপরতায় লিপ্ত হলে এবং বেগম জিয়াকে বাইরে রেখে একতরফা নির্বাচনের চেষ্টা করা হয় তা কখনো সফল হবে না।
বেগম খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় নি¤œ আদালতের দেয়া পাঁচ বছর সাজার রায় হাইকোর্ট উভয় পক্ষের শুনানি গ্রহণ করে নথি পর্যালোচনা করে জামিন দেন। কিন্তু আপিল বিভাগ তা স্থগিত করেন। যেহেতু রাজনৈতিক মামলা তাই তারা নথি পর্যালোচনা করে দেখবেন কোনো আত্মসাৎ হয়েছে কি না। আপিল বিভাগ এ মামলার শুনানি করার পর আমরা আশা করি বেগম খালেদা জিয়া জামিন পাবেন। তবে তার জামিন পাওয়ার পর আওয়ামী লীগ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে একের পর এক অন্য মামলায় অ্যারেস্ট দেখানো হবে বলে আমরা আশঙ্কা করছি। যদি সরকার এই অশুভ প্রচেষ্টায় লিপ্ত হয় এবং বেগম জিয়াকে বাইরে রেখে একতরফা নির্বাচনের চেষ্টা করা হয়, তা হলে তা সফল হবে না। বরং বেগম জিয়ার নির্দেশে নেতাকর্মীরা যে শান্তিপূর্ণ আন্দোলন করত তা হয়তোবা সম্ভব হবে না। রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে অত্যাচার করা হলে দেশে অন্যরকম পরিস্থিতি সৃষ্টি হবে। আমরা আশা করব দেশে সুষ্ঠু নির্বাচন হয় সরকার এমন একটি পরিবেশ সৃষ্টি করবে।