ফারুক আহম্মেদ সুজন : ২০ দলীয় জোটের ডাকা হরতালকে কেন্দ্র করে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে সতর্ক অবস্থানে। রয়েছে সাদা পোষাকধারী আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।কার্যালয়ের আশ-পাশেও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের ব্যাপক উপস্থিতি লক্ষ্যনীয়। এছাড়া র্যাবের নিয়মিত টহল দেখা যাচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের পাশে পুলিশের জলকামান, প্রিজনভ্যান প্রস্তুত রাখা হয়েছে।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০দলীয় জোটের ডাকা সোমবার সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। সোমবার ভোর ৬টায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে পৌঁছেছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আরো উপস্থিত রয়েছেন, দলটির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপির নির্বাহী সদস্য বেলাল আহম্মেদসহ অফিস স্টাফরা।
উল্লেখ্য, ৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রথম হরতাল হচ্ছে।