বাংলার খবর২৪.কম, গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের চার পুলিশ হত্যা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মাওলানা আব্দুল আজিজসহ ২৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক গাইবান্ধার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন।
প্রসঙ্গত, গত বছর ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদ-ের রায় শোনার পর জামায়াত-শিবিরকর্মীরা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সহিংসতা চালায়। ওইদিন বিকেল ৪টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা উপজেলার বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয়। তারা সান্তাহার-লালমনিরহাট রেলরুটের রেললাইন তুলে ফেলে।
পরে তারা সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালায়। এক পর্যায়ে জামায়াত-শিবির নেতা-কর্মীরা চারদিক থেকে পুলিশ তদন্ত কেন্দ্রে ঢুকে পুলিশকে বেধড়ক পেটাতে থাকে। এতে চার কনস্টেবল নিহত হন। আহত হন আরো চার পুলিশ কনস্টেবল।
নিহতরা হলেন- রংপুর জেলার পীরগাছা উপজেলার রহমতচর গ্রামের আনছার আলীর ছেলে তোজাম্মেল হক (কনং-৪৮৮), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কিশামত গোবধা গ্রামের আবু শামার ছেলে হজরত আলী (ক নং ৪৯২), বগুড়া জেলার সোনাতলা উপজেলার ঠাকুরপাড়া গ্রামের তফিজ উদ্দিনের ছেলে বাবলু মিয়া (ক নং-৫৩৭) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে নাজিম উদ্দিন (ক নং- ১৫৮)।
পুলিশ হত্যা মামলায় তৎকালীন সুন্দরগঞ্জ থানার উপ-পরিদর্শক আবু হানিফ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ৮৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াই হাজার লোককে আসামি করে মামলা দায়ের করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান