ডেস্ক: কুয়াকাটা সমুদ্র সৈকতে হাজার হাজার জেলিফিশ ভেসে আসছে। মৃত জেলিফিশের দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা সৈকত এলাকায়। খেলার সামগ্রী হিসেবে শিশুরা খেলছে এসব নিয়ে, ফলে রোগ-বালাই ছড়ানোর আশংকা করছেন অনেকে।
গত দুই সপ্তাহ আগে থেকে দু’ একটা দেখা মিললেও রোববার থেকে এর পরিমাণ বাড়তে থাকে। গোটা সমুদ্র সৈকত জুড়ে হাজার হাজার মৃত জেলিফিশ ভেসে আসায় বিশেষ করে সৈকতের পরিবেশ নোংরা হবার আশংকা দেখা দিয়েছে। অন্যান্য বছরের তুলানায় অনেক বেশি পরিমাণ মৃত এসব জেলিফিশ ভেসে আসায় অবাক হয়েছেন সৈকত সংলগ্ন ব্যবসায়ী, জেলে ও স্থানীয়রা।
সৈকতের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ বাচ্চু (২৫) বলেন, এত মরা জেলিফিশ এর আগে কখনো দেখিনি। গত কয়েকদিন যাবৎ জোয়ারে এগুলো আসছে। ভাটার সময় হাজার হাজার দেখা যায়।
ইলিশ পার্কের ব্যবস্থাপক মোঃ রুমান ইমতিয়াজ তুষার বলেন, প্রচুর পরিমাণে জেলিফিশ সমুদ্র সৈকতে দেখা যায়। বাচ্চারা এগুলো নিয়ে খেলছে। বড়রা অনেকে পা দিয়ে নাড়াচাড়া করছে। তিনি আরো বলেন, মৃত জেলিফিশ গুলোতে ইতোমধ্যে পচন ধরেছে। পর্যটনের স্বার্থে সৈকতটা পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
এদিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের পরিবেশ ভালো রাখতে দ্রুত এসব জেলিফিশ অপসারণের দাবী জানিয়েছেন এলাকাবাসী। কুয়াকাটা ২০শয্যা হাসপাতালের চিকিৎসক মো. মনিরুজ্জামান বলেন, মৃত বা পচন ধরা এসব জেলিফিশ শিশুরা নাড়াচাড়া করলে চর্ম রোগ, পেট খারাপ বা ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সিনিয়র এএসপি মো. জহিরুল ইসলাম বলেন, শুনেছি শনিবার থেকে প্রচুর পরিমানে মৃত জেলিফিশ সৈকতে আসছে। ইতোমধ্যে স্থানীয় জেলে সংগঠন ও আমাদের ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে এগুলো অপসারনের বিষয় আলোচনা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান