পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া Logo রিক্সা চালককে পায়ে রশি বেঁধে ঝুলিয়ে মারপিটে আহত রিক্সা চালকের মৃত্যু Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার

বিএনপি ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি

ডেস্ক:বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ তৎকালীন বিএনপির সময়ে প্রচার করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, এখন বিশ্ব বঙ্গবন্ধুর এই ভাষণকে স্বীকৃতি দিয়েছে। তাই আজকে বলতে হয়, মেধা থাকলে কেউ কাউকে আটকিয়ে রাখতে পারে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বাঙালি জাতির জনক শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে, আর এ উপাধি দিয়েছে বাঙালি জাতি। কিন্তু বিএনপি তা স্বীকার করে না। বঙ্গবন্ধুর ভাষণও প্রচার করতে দেয় না।

স্বাধীনতার কথা উল্লেখ করে মুজিবুল হক বলেন, তৎকালীন দেশের স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে এবং বঙ্গবন্ধুর পক্ষে দেশের শতকরা ৯৮ ভাগ মানুষ ছিল। মাত্র ২ শতাংশ মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিলে। যার মধ্যে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সাকা চৌধুরী গংরা স্বাধীনতার বিপক্ষে ছিল।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে সম্মান করে তার কারণ হলো আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সংগঠনের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড.অসীম সরকার, চলচ্চিত্র, টিভি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

শিক্ষক কর্মচারীেদর বিএনপির পাশে থাকুকার আহ্বান – অধ্যক্ষ সেলিম ভুইয়া

বিএনপি ৭ মার্চের ভাষণ প্রচার করতে দেয়নি

আপডেট টাইম : ০৫:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮

ডেস্ক:বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ তৎকালীন বিএনপির সময়ে প্রচার করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক। তিনি বলেন, এখন বিশ্ব বঙ্গবন্ধুর এই ভাষণকে স্বীকৃতি দিয়েছে। তাই আজকে বলতে হয়, মেধা থাকলে কেউ কাউকে আটকিয়ে রাখতে পারে না।

রোববার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু জাতীয় শিশু-কিশোর মঞ্চ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, বাঙালি জাতির জনক শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়েছে, আর এ উপাধি দিয়েছে বাঙালি জাতি। কিন্তু বিএনপি তা স্বীকার করে না। বঙ্গবন্ধুর ভাষণও প্রচার করতে দেয় না।

স্বাধীনতার কথা উল্লেখ করে মুজিবুল হক বলেন, তৎকালীন দেশের স্বাধীনতার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে এবং বঙ্গবন্ধুর পক্ষে দেশের শতকরা ৯৮ ভাগ মানুষ ছিল। মাত্র ২ শতাংশ মানুষ স্বাধীনতার বিপক্ষে ছিলে। যার মধ্যে গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সাকা চৌধুরী গংরা স্বাধীনতার বিপক্ষে ছিল।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বিশ্বের মানুষ এখন বাংলাদেশকে সম্মান করে তার কারণ হলো আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে।

সংগঠনের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওয়াহিদুজ্জামান, অ্যাডভোকেট আবু সাঈদ সাগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড.অসীম সরকার, চলচ্চিত্র, টিভি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মো. খালেকুজ্জামান প্রমুখ।