বাংলার খবর২৪.কম : ঢাকা মেট্রো গ-১৭-৫৩৬৯। টয়োটা এ্যালিয়ন প্রাইভেটকার। গাড়িটির মালিক আরব আলী। তিনি গত ১৪ সেপ্টেম্বর দুপুরে গাড়িটি নিয়ে সচিবালয়ে যান। সেখানে পৌঁছে গাড়িচালক বেল্লাল হোসেনকে সচিবালয়ের যাত্রী ছাউনির সামনে গাড়িটি পার্ক করে অপেক্ষা করতে বলে তিনি ভেতরে প্রবেশ করেন। এমন সময় ‘করিম’ নামে এক ব্যক্তি সাভারে হেমায়েতপুর যাওয়ার জন্য গাড়িচালক বেল্লালকে প্রস্তাব দেন। তিন হাজার ভাড়ার কথা শুনে বেল্লালও রাজি হয়ে যান। পথিমধ্যে ‘করিম’ তার অপর এক সহযোগীকে গাড়িতে উঠান। হেমায়েতপুর যাওয়ার পর চালককে কৌশলে খাবারের সঙ্গে চেতনাশক ওষুধ মিশিয়ে অজ্ঞান করে গাড়িটি চুরি করে নিয়ে যান। গাড়ির মালিক আরব আলী এ বিষয়ে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
বাবার গাড়ি চুরি হলে ছেলে কি আর চুপ করে বসে থাকতে পারেন। আরব আলীর ছেলে ফয়সালও তাই চুপ করে থাকেননি। তার বাবার গাড়িটি চুরি হওয়ার পর তিনি ফেসবুকে Desperately Seeking –Dhaka (DSD) গ্রুপে একটি Status Post করেন যে, Need help my car has been stolen today. Model-2002.Rg-Dhaka Metro-Ga-17-5369. Chesis no-NZT240-0034004, Engine no-INZ-A592990. If any information pls Contact 0167…..’’
ফেসবুকে ফয়সালের এই পোস্ট দেখে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন ফেসবুকে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। তিনি আরব আলী ও তার ড্রাইভারকে গাড়ি চুরি ও ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিমের এ্যালবামে সংরক্ষিত গাড়ি চোর ও ছিনতাইকারীদের ছবি প্রদর্শন করান। এ্যালবামে ছবি দেখে ড্রাইভার বেল্লাল হোসেন ফারুক নামের এক গাড়ি চোরকে শনাক্ত করেন। এরপর গোয়েন্দা দল দিনাজপুরের হাকিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৮ সেপ্টেম্বর পাঁচটার দিকে হোটেল নর্দান প্যালেসের সামনে থেকে ওই গাড়িটি উদ্ধার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি চোর ফারুক ও তার অপর দুই সহযোগী পালিয়ে যায়। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।