ডেস্ক: মাদক বিরোধী আইনে কিছু ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বিলোপ করেছে ইরানসরকার। আর এই শিথিলতায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে যাচ্ছে কয়েক হাজার অপরাধী। এমনটাই জানিয়েছে বিবিসি।
এ ব্যাপারে দেশটির বিচার বিভাগের প্রধান বলেন, মৃত্যুদণ্ডের সকল মামলা নতুন করে পর্যালোচিত হতে পারে। এর ফলে পাঁচ হাজার বন্দি মৃত্যুদণ্ডের হাত থেকে বেঁচে যাচ্ছে।
এর আগে, মাদক গ্রহণ ও পরিমাণের ওপর সর্বোচ্চ শাস্তি বিবেচনা করে আগস্টে আইনে শিথিলতা আনার প্রস্তাব আনা হয় ইরানের পার্লামেন্টে। পূর্বের আইনে ৩০ কেজি কোকেন ধরা পড়লেই মৃত্যুদণ্ডের শাস্তি বিধান ছিল দেশটিতে। সেক্ষেত্রে কোকেনে পরিমাণ এখন আরো ২ কেজি বাড়ানো হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডের জন্য আফিম এবং মারজুয়ানার পরিমাণ দশগুণ বৃদ্ধি করে ৫০ কেজি করা হয়েছে।
ইরানে প্রতি বছর কয়েক শত মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রেই মাদক অপরাধের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান