ডেস্ক : বিদেশে বিরাট বিপর্যয় অব্যাহত টিম ইন্ডিয়ার! নিউল্যান্ডসে বিরাটবাহিনীকে ৭২ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা৷২০৮ রান তাড়া করতে গিয়ে ১৩৫ রানেই শেষ টিম কোহলি৷
সোমবার অভূতপূর্ব বোলিং দর্শনের সাক্ষী থাকল নিউল্যান্ডস৷পাঁচ ঘণ্টায় পড়ল ১৮টি উইকেট৷উঠল মাত্র ২০০ রান৷রবিবার বৃষ্টির জন্য ঢাকা নিউল্যান্ডসের বাইশ গজ এদিন সূর্যের মুখ দেখলেও বোলারেদর স্বর্গ হয়ে উঠেছিল৷ভারতীয় বোলারদের পর যেখানে রাজ করলেন প্রোটিয়া পেসাররা৷৪২ রানে ছ’ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারে সেরা বোলিং করে ভারতীয় ইনিংসকে শেষ করে দেন ‘লোকাল বয়’ ভার্নন ফিল্যান্ডার৷
৯ উইকেট নিয়ে ম্যাচে সেরা ৩২ বছরের ডানহাতি পেসার৷ রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ভারত৷দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ ওপেনার থেকে টপ-অর্ডার৷রান তাড়া করতে গিয়ে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোর রবিচন্দ্রন অশ্বিনের ৩৭ রান৷ ৮২ রানে সাত উইকেট হারানোর পরই ম্যাচ থেকে ছিটকে যায় টিম কোহলি৷তবে অশ্বিন-ভুবি জুটি আশা জাগালেও শেষরক্ষা হয়নি৷অষ্টম উইকেটে অশ্বিন-ভুবির পার্টনারশিপ ৪৯ রানে শেষ হওয়ার পর ভারতীয় ইনিংসে ইতি হয়ে যায়৷
রবিবার বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি৷ফলে চতুর্থ দিনে পিচের আর্দ্রতা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সুবিধা কাজে লাগায় ভারতীয় পেসাররা৷ প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৩০ রানে বেঁধে ফেলে টিম কোহলির বোলাররা৷প্রথম ইনিংসে ৭৭ রানে পিছিয়ে থাকা বিরাটদের টার্গেট ২০৮ রান৷স্যাঁতস্যাতে উইকেটে দিনের শুরুতে প্রোটিয়া ব্যাটিংয়ে ভাঙন ধরান মহম্মদ শামি৷ভারতীয় পেসারদের দাপটে এদিন আট উইকেট মাত্র ৬৫ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা৷
৬৫ রানে দু’ উইকেট নিয়ে এদিন খেলা শুরু করে প্রোটিয়াবাহিনী৷কিন্তু প্রথম ঘণ্টায় মাত্র ২৭ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন শামি ও বুমরাহ৷আর পরের ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা ইনিংসের লেজ ছাঁটতে প্রয়োজন হয় ভুবনেশ্বর কুমারের৷ প্রথম ইনিংস দুরন্ত বোলিং করা ভুবিকে আক্রমণে আনতেই সাফল্য আসে৷শামি ও বুমরাহ তিনটি করে এবং ভুবি ও পান্ডিয়া দু’টি করে উইকেট তুলে নেন৷প্রোটিয়া ইনিংসে মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷ সর্বোচ্চ ৩৫ রান করে এবি ডি’ভিলিয়ার্স৷
দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা (৪) ও কাগিসও(৫) রাবাদাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতকে আশার আলো দেখান শামি৷প্রথম ইনিংসে বল হাতে সফল না-হলেও দ্বিতীয় ইনিংসে ভাঙনটা শুরু করেন বাংলার এই ডানহাতি পেসার৷শামির অ্যাওয়ে ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে রোহিতের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক৷নাইটওয়াচ ম্যান রাবাদাকে ছক পেতে আউট করে টিম কোহলি৷প্রথম স্পেলে চার ওভারে মাত্র ৮ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন শামি৷
তবে প্রোটিয়া ইনিংসের দুই স্তম্ভ ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসি ও এবিডি-কে তুলে নিয়ে আসল কাজটা করেন অভিষেককারী জসপ্রীত বুমরাহ৷এদিন তাঁর দ্বিতীয় ওভারেই এক দুরন্ত ডেলিভারিতে প্রোটিয়া ক্যাপ্টেনকে প্যাভিলিয়নে ফেরান৷বুমরাহর ‘রিপার’ বুঝতে না-পারায় ডু’প্লেসির গ্লাভস ছুঁয়ে উইকেটের পিছনে চলে যায়৷আর শেষ উইকেটিও তুলে নেন গুজরাতের এই ডানহাতি পেসার৷বুমরাহর গুডলেন্থ লেডিভারি পুল করতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ দিয়ে আউট হন এবিডি৷
উইকেটের পিছনে গ্লভাস হাতে এদিন রেকর্ড গড়েন ঋদ্ধিমান সাহা৷ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে ১০টি ক্যাচ ধরে নজির গড়লেন বাঙালি এই ক্রিকেটার৷প্রথম ইনিংসের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও পাঁচটি ক্যাচ নেন ঋদ্ধি৷ এর আগে একটি টেস্ট উইকেটের পিছনে সর্বাধিক আট ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি ও নয়ন মোঙ্গিয়ার৷