পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

কেপ টাউনে কুপোকাত কোহলিরা

ডেস্ক : বিদেশে বিরাট বিপর্যয় অব্যাহত টিম ইন্ডিয়ার! নিউল্যান্ডসে বিরাটবাহিনীকে ৭২ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা৷২০৮ রান তাড়া করতে গিয়ে ১৩৫ রানেই শেষ টিম কোহলি৷

সোমবার অভূতপূর্ব বোলিং দর্শনের সাক্ষী থাকল নিউল্যান্ডস৷পাঁচ ঘণ্টায় পড়ল ১৮টি উইকেট৷উঠল মাত্র ২০০ রান৷রবিবার বৃষ্টির জন্য ঢাকা নিউল্যান্ডসের বাইশ গজ এদিন সূর্যের মুখ দেখলেও বোলারেদর স্বর্গ হয়ে উঠেছিল৷ভারতীয় বোলারদের পর যেখানে রাজ করলেন প্রোটিয়া পেসাররা৷৪২ রানে ছ’ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারে সেরা বোলিং করে ভারতীয় ইনিংসকে শেষ করে দেন ‘লোকাল বয়’ ভার্নন ফিল্যান্ডার৷

৯ উইকেট নিয়ে ম্যাচে সেরা ৩২ বছরের ডানহাতি পেসার৷ রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ভারত৷দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ ওপেনার থেকে টপ-অর্ডার৷রান তাড়া করতে গিয়ে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোর রবিচন্দ্রন অশ্বিনের ৩৭ রান৷ ৮২ রানে সাত উইকেট হারানোর পরই ম্যাচ থেকে ছিটকে যায় টিম কোহলি৷তবে অশ্বিন-ভুবি জুটি আশা জাগালেও শেষরক্ষা হয়নি৷অষ্টম উইকেটে অশ্বিন-ভুবির পার্টনারশিপ ৪৯ রানে শেষ হওয়ার পর ভারতীয় ইনিংসে ইতি হয়ে যায়৷

রবিবার বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি৷ফলে চতুর্থ দিনে পিচের আর্দ্রতা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সুবিধা কাজে লাগায় ভারতীয় পেসাররা৷ প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৩০ রানে বেঁধে ফেলে টিম কোহলির বোলাররা৷প্রথম ইনিংসে ৭৭ রানে পিছিয়ে থাকা বিরাটদের টার্গেট ২০৮ রান৷স্যাঁতস্যাতে উইকেটে দিনের শুরুতে প্রোটিয়া ব্যাটিংয়ে ভাঙন ধরান মহম্মদ শামি৷ভারতীয় পেসারদের দাপটে এদিন আট উইকেট মাত্র ৬৫ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা৷

৬৫ রানে দু’ উইকেট নিয়ে এদিন খেলা শুরু করে প্রোটিয়াবাহিনী৷কিন্তু প্রথম ঘণ্টায় মাত্র ২৭ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন শামি ও বুমরাহ৷আর পরের ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা ইনিংসের লেজ ছাঁটতে প্রয়োজন হয় ভুবনেশ্বর কুমারের৷ প্রথম ইনিংস দুরন্ত বোলিং করা ভুবিকে আক্রমণে আনতেই সাফল্য আসে৷শামি ও বুমরাহ তিনটি করে এবং ভুবি ও পান্ডিয়া দু’টি করে উইকেট তুলে নেন৷প্রোটিয়া ইনিংসে মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷ সর্বোচ্চ ৩৫ রান করে এবি ডি’ভিলিয়ার্স৷

দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা (৪) ও কাগিসও(৫) রাবাদাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতকে আশার আলো দেখান শামি৷প্রথম ইনিংসে বল হাতে সফল না-হলেও দ্বিতীয় ইনিংসে ভাঙনটা শুরু করেন বাংলার এই ডানহাতি পেসার৷শামির অ্যাওয়ে ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে রোহিতের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক৷নাইটওয়াচ ম্যান রাবাদাকে ছক পেতে আউট করে টিম কোহলি৷প্রথম স্পেলে চার ওভারে মাত্র ৮ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন শামি৷

তবে প্রোটিয়া ইনিংসের দুই স্তম্ভ ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসি ও এবিডি-কে তুলে নিয়ে আসল কাজটা করেন অভিষেককারী জসপ্রীত বুমরাহ৷এদিন তাঁর দ্বিতীয় ওভারেই এক দুরন্ত ডেলিভারিতে প্রোটিয়া ক্যাপ্টেনকে প্যাভিলিয়নে ফেরান৷বুমরাহর ‘রিপার’ বুঝতে না-পারায় ডু’প্লেসির গ্লাভস ছুঁয়ে উইকেটের পিছনে চলে যায়৷আর শেষ উইকেটিও তুলে নেন গুজরাতের এই ডানহাতি পেসার৷বুমরাহর গুডলেন্থ লেডিভারি পুল করতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ দিয়ে আউট হন এবিডি৷

উইকেটের পিছনে গ্লভাস হাতে এদিন রেকর্ড গড়েন ঋদ্ধিমান সাহা৷ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে ১০টি ক্যাচ ধরে নজির গড়লেন বাঙালি এই ক্রিকেটার৷প্রথম ইনিংসের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও পাঁচটি ক্যাচ নেন ঋদ্ধি৷ এর আগে একটি টেস্ট উইকেটের পিছনে সর্বাধিক আট ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি ও নয়ন মোঙ্গিয়ার৷

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

কেপ টাউনে কুপোকাত কোহলিরা

আপডেট টাইম : ০৫:৫০:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০১৮

ডেস্ক : বিদেশে বিরাট বিপর্যয় অব্যাহত টিম ইন্ডিয়ার! নিউল্যান্ডসে বিরাটবাহিনীকে ৭২ রানে হারিয়ে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা৷২০৮ রান তাড়া করতে গিয়ে ১৩৫ রানেই শেষ টিম কোহলি৷

সোমবার অভূতপূর্ব বোলিং দর্শনের সাক্ষী থাকল নিউল্যান্ডস৷পাঁচ ঘণ্টায় পড়ল ১৮টি উইকেট৷উঠল মাত্র ২০০ রান৷রবিবার বৃষ্টির জন্য ঢাকা নিউল্যান্ডসের বাইশ গজ এদিন সূর্যের মুখ দেখলেও বোলারেদর স্বর্গ হয়ে উঠেছিল৷ভারতীয় বোলারদের পর যেখানে রাজ করলেন প্রোটিয়া পেসাররা৷৪২ রানে ছ’ উইকেট নিয়ে টেস্ট কেরিয়ারে সেরা বোলিং করে ভারতীয় ইনিংসকে শেষ করে দেন ‘লোকাল বয়’ ভার্নন ফিল্যান্ডার৷

৯ উইকেট নিয়ে ম্যাচে সেরা ৩২ বছরের ডানহাতি পেসার৷ রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় ভারত৷দ্বিতীয় ইনিংসেও চূড়ান্ত ব্যর্থ ওপেনার থেকে টপ-অর্ডার৷রান তাড়া করতে গিয়ে ভারতীয় ইনিংসের সর্বোচ্চ স্কোর রবিচন্দ্রন অশ্বিনের ৩৭ রান৷ ৮২ রানে সাত উইকেট হারানোর পরই ম্যাচ থেকে ছিটকে যায় টিম কোহলি৷তবে অশ্বিন-ভুবি জুটি আশা জাগালেও শেষরক্ষা হয়নি৷অষ্টম উইকেটে অশ্বিন-ভুবির পার্টনারশিপ ৪৯ রানে শেষ হওয়ার পর ভারতীয় ইনিংসে ইতি হয়ে যায়৷

রবিবার বৃষ্টিতে একটি বলও খেলা হয়নি৷ফলে চতুর্থ দিনে পিচের আর্দ্রতা ও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার সুবিধা কাজে লাগায় ভারতীয় পেসাররা৷ প্রথম সেশনেই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ১৩০ রানে বেঁধে ফেলে টিম কোহলির বোলাররা৷প্রথম ইনিংসে ৭৭ রানে পিছিয়ে থাকা বিরাটদের টার্গেট ২০৮ রান৷স্যাঁতস্যাতে উইকেটে দিনের শুরুতে প্রোটিয়া ব্যাটিংয়ে ভাঙন ধরান মহম্মদ শামি৷ভারতীয় পেসারদের দাপটে এদিন আট উইকেট মাত্র ৬৫ রান যোগ করে দক্ষিণ আফ্রিকা৷

৬৫ রানে দু’ উইকেট নিয়ে এদিন খেলা শুরু করে প্রোটিয়াবাহিনী৷কিন্তু প্রথম ঘণ্টায় মাত্র ২৭ রান দিয়ে চারটি উইকেট তুলে নিয়ে প্রোটিয়া ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন শামি ও বুমরাহ৷আর পরের ঘণ্টায় দক্ষিণ আফ্রিকা ইনিংসের লেজ ছাঁটতে প্রয়োজন হয় ভুবনেশ্বর কুমারের৷ প্রথম ইনিংস দুরন্ত বোলিং করা ভুবিকে আক্রমণে আনতেই সাফল্য আসে৷শামি ও বুমরাহ তিনটি করে এবং ভুবি ও পান্ডিয়া দু’টি করে উইকেট তুলে নেন৷প্রোটিয়া ইনিংসে মাত্র চার ব্যাটসম্যান দু’ অংকের রানে পৌঁছন৷ সর্বোচ্চ ৩৫ রান করে এবি ডি’ভিলিয়ার্স৷

দক্ষিণ আফ্রিকার দুই অপরাজিত ব্যাটসম্যান হাশিম আমলা (৪) ও কাগিসও(৫) রাবাদাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে ভারতকে আশার আলো দেখান শামি৷প্রথম ইনিংসে বল হাতে সফল না-হলেও দ্বিতীয় ইনিংসে ভাঙনটা শুরু করেন বাংলার এই ডানহাতি পেসার৷শামির অ্যাওয়ে ডেলিভারি ব্যাকফুটে খেলতে গিয়ে রোহিতের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক৷নাইটওয়াচ ম্যান রাবাদাকে ছক পেতে আউট করে টিম কোহলি৷প্রথম স্পেলে চার ওভারে মাত্র ৮ রান দিয়ে দু’টি উইকেট তুলে নেন শামি৷

তবে প্রোটিয়া ইনিংসের দুই স্তম্ভ ক্যাপ্টেন ফ্যাফ ডু’প্লেসি ও এবিডি-কে তুলে নিয়ে আসল কাজটা করেন অভিষেককারী জসপ্রীত বুমরাহ৷এদিন তাঁর দ্বিতীয় ওভারেই এক দুরন্ত ডেলিভারিতে প্রোটিয়া ক্যাপ্টেনকে প্যাভিলিয়নে ফেরান৷বুমরাহর ‘রিপার’ বুঝতে না-পারায় ডু’প্লেসির গ্লাভস ছুঁয়ে উইকেটের পিছনে চলে যায়৷আর শেষ উইকেটিও তুলে নেন গুজরাতের এই ডানহাতি পেসার৷বুমরাহর গুডলেন্থ লেডিভারি পুল করতে গিয়ে বাউন্ডারির ধারে ক্যাচ দিয়ে আউট হন এবিডি৷

উইকেটের পিছনে গ্লভাস হাতে এদিন রেকর্ড গড়েন ঋদ্ধিমান সাহা৷ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে এক ম্যাচে ১০টি ক্যাচ ধরে নজির গড়লেন বাঙালি এই ক্রিকেটার৷প্রথম ইনিংসের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসেও পাঁচটি ক্যাচ নেন ঋদ্ধি৷ এর আগে একটি টেস্ট উইকেটের পিছনে সর্বাধিক আট ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল মহেন্দ্র সিং ধোনি ও নয়ন মোঙ্গিয়ার৷