ডেস্ক : বেতন বৈষম্যের প্রতিবাদে পদত্যাগ করেছেন বিবিসি'র আন্তর্জাতিক সম্পাদক ক্যারি গ্রাসিয়া। নিজ ব্লগে এক পোস্টে তিনি কারণ হিসেবে পুরুষ সহকর্মীদের তুলনায় বেতন কম পাওয়ার কথা উল্লেখ করেন।
ব্লগে ক্যারি লিখেছেন, বছরে দেড় লাখ পাউন্ডের বেশি বেতন পাওয়া কর্মীদের তথ্য প্রকাশ হওয়ার পর বিবিসি এখন আস্থার সংকটে ভুগছে।
ক্যারি জানান, গত সপ্তাহে তিনি বিবিসি চীনের সম্পাদক পদের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তবে তিনি এখনো বিবিসির সঙ্গে আছেন। টিভির নিউজরুমে তিনি তাঁর আগের পদে ফিরে যেতে পারেন। সেখানে তাঁর বেতন-সমতা থাকবে বলে আশা প্রকাশ করেন।
এদিকে, আজ সোমবার বিবিসি দাবি করেছে, এই ক্ষেত্রে ব্যবস্থাপনায় নারীর প্রতি কোনো বৈষম্য দেখানো হয়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান