ডেস্ক: প্রচণ্ড শীত ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৭। নিউ ইয়র্কসহ আশপাশের অঙ্গরাজ্যগুলি ভারী তুষারপাতে ঢাকা পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের উপকুলীয় এলাকায় শীতকালীন ঝড়ের আঘাতে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যদিও নিউ ইয়র্কে এখনো কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ফক্স নিউজের খবরে বলা হয়েছে, তুষারঝড়ে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। হঠাৎ আছড়ে পড়া এ মারাত্মক তুষারঝড়কে ‘বম্ব সাইক্লোন’ আখ্যা দিয়েছে দেশটির সংবাদমাধ্যম।
নিউ ইয়র্ক এবং জর্জিয়ার দক্ষিণের ২৮টি এলাকায় জারি করা হয়েছে জরুরি অবস্থা। বন্ধ ঘোষণা করা হয়েছে সরকারি স্কুলগুলো। বৈরি আবহাওয়ার কারণে ব্রঙ্কসের ছ’টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়াও বিভিন্ন এয়ারলাইন্স প্রতিষ্ঠান আটশ'রও অধিক ফ্লাইট সংখ্যা বাতিল করেছে। এর মধ্যে নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল বিমানবন্দরেই শুধু বাতিল করা হয়েছে ৪৫০টি ফ্লাইট।
মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্যমতে, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ডেলাওয়্যার, নিউ জার্সির উপকূল, নিউ ইয়র্ক ও নিউ ইংল্যান্ডের উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করেছে। তুষারপাতের এতই তীব্রতা বেড়েছে কানাডা সীমান্তবর্তী নিউ ইয়র্কের নায়াগ্রা জলপ্রপাত এখন রীতিমত বরফে স্তুপে পরিণত হয়েছে।
গত বুধবার থেকে আঘাত হানা এ ঝড়ের কবলে পড়তে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল হয়েছে।
এদিকে আগামী কয়েকদিন তীব্র ঠাণ্ডায় নাকাল হবে যুক্তরাষ্ট্রবাসী। তীব্র শীতের কারণে কিছু রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় নিউ ইংল্যান্ডসহ বেশ কয়েকটি রাজ্যে অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার খারাপ পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে দিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমো। তিনি নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার আহবান জানান।
তবে আগামী এক সপ্তাহের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান