নির্বাচনের কলঙ্ককে আড়াল করতে গণতন্ত্র হত্যা দিবস পালন করতে দেয়নি সরকার। এর প্রতিবাদে আগামীকাল ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি ডেকেছে বিএনপি।’
আওয়ামী লীগকে ‘গণতন্ত্র হত্যাকারী’ অভিহিত করে রিজভী আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ যদি গণতান্ত্রিক রীতিনীতিতে ন্যূনতম বিশ্বাসী দল হতো, তাহলে বিএনপিকে সভা-সমাবেশ করতে বাধা দিত না। এর মাধ্যমে সরকারের গণতন্ত্র ও গণতন্ত্রে স্বীকৃত বিরোধী দলের অধিকারের ওপর দুর্বৃত্তমূলক আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে। অথচ আজ আওয়ামী লীগ ঢাকায় দুটি সমাবেশ করবে, কিন্তু বিএনপিসহ বিরোধী দলকে সমাবেশ করতে বাধা দেওয়া হলো। ২০১৪ সালের ৫ জানুয়ারি বিতর্কিত ও কলঙ্কিত নির্বাচনকে আড়াল করার জন্যই বিএনপির কর্মসূচি পালনে বাধা দিতে পোড়ামাটি নীতি অবলম্বন করা হয়েছে।’
৫ জানুয়ারি নির্বাচনকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপিকে সমাবেশে ‘বাধা’ দেয়ায় আবারও প্রমাণ হল আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল। গণতন্ত্রের বিভিন্ন আন্দোলনকে দমনে প্রশাসনকে টর্চারিং মেশিন হিসেবে ব্যবহার করছে সরকার।
আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে না অভিযোগ করে বিএনপির এ নেতা আরও বলেন, ‘তারা (আওয়ামী লীগ) বহুমাত্রিকতা ও বৈচিত্র্যে বিশ্বাস করে না। তাদের মুক্তিযুদ্ধের চেতনার অন্তর্নিহিত উপাদান হচ্ছে- নিজেদের লোভ, দুর্নীতি ও দখলবাজি অব্যাহত রাখা। এসব অপকর্মের বিরুদ্ধে আওয়াজ উঠবে বলেই তারা বিরোধী দল সহ্য করতে পারে না।’
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিরাপত্তায় জোরদার
রাজধানীর নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয় ও তার আশপাশের এলাকায় সারিবদ্ধ পুলিশ, সাঁজোয়া যান, পুলিশ ভ্যান, সাউন্ড স্টিমুলেটর প্রভৃতি নিয়ে ব্যাপক নিরাপত্তা অবস্থানে রয়েছে পুলিশ।
আজ সকাল থেকেই পুলিশের বাড়তি এ নিরাপত্তামূলক অবস্থানে দেখা গেছে। কাকরাইল মোড়, পুরোনো পল্টন, বিজয়নগর প্রতিটি মোড়ে পুলিশ সদস্যদের টহল কার্যক্রম ছিল চোখে পড়ার মতো।
এদিকে, ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে আজ দেশব্যাপী কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জ, খুলনা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
২০১৪ সালের ৫ জানুয়ারি ‘একতরফা’ নির্বাচন করে ফের ক্ষমতায় আসে আওয়ামী লীগ। সেই সময় নির্বাচন বর্জন করা দেশের অন্যতম বিরোধী দল বিএনপি দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে আসছে। তবে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে থাকে।
গতকাল (বৃহস্পতিবার) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আজ (শুক্রবার) বিকেল ৩টায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে বিজয় শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।