ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গাদের জন্য অন্যতম বৃহৎ শরণার্থী শিবির স্থাপন করেছে চেচনিয়ার আহমদ কাদিরভ স্কুল। ওই অঞ্চলের বর্তমান প্রধান রমজান করিমভের তথ্য বিভাগ থেকে এই খবর জানানো হয়েছে।
আহমদ কাদিরভ চেচনিয়ার প্রথম প্রেসিডেন্ট। রমজান করিমভের তথ্য বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, ‘এক মুহূর্তের জন্যও আমরা বাংলাদেশে শরণার্থী শিবিরে সেবাদান বন্ধ করিনি। এবার আরো একটি খুশির খবর এলো। চেচনিয়ার প্রথম প্রেসিডেন্ট, রাশিয়ার বীর আহমদ কাদিরভের নামের স্কুলটি শরণার্থীদের জন্য তাদের দুয়ার খুলে দিলো। এখানে থাকতে পারবে ৮৫ হাজার শরণার্থী।’
রমজান করিমভ জানান, তাদের স্কুলে ৩৪৮ রোহিঙ্গা শিশুকে শিক্ষাদান করা হচ্ছে। শিগগিরই এই সংখ্যা এক হাজারে উন্নীত হবে বলেও জানান তিনি।
কাদিরভ স্কুল সূত্র জানিয়েছে, রোহিঙ্গা শিশুরা তাদের স্কুলে পড়তে ও লিখতে শিখবে। করিমভের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তারা এখানে লেখাপড়ার কোনো সুযোগ পায় না। এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে পবিত্র কোরআন পড়তেও শেখানো হবে। এই কাজে অর্থায়নের জন্য আমি আমার মা, আহমদ কাদিরভ স্কুল ও আমার ভাই জিয়াদ সাবসাবির কাছে কৃতজ্ঞ।’
কাদিরভ স্কুলের শিক্ষার্থীদের দিনে দুইবেলা খাবার ও পোশাক দেয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান