কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার দেবিদ্বার পৌর এলাকার পান্নারপুল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণে একটি বাস পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আজ বুধবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় একটি সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে বাসটিতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-নবীনগর সড়কে যাতায়াতকারী জনতা পরিবহনের একটি বাস কুমিল্লা-সিলেট মহাসড়কের পান্নারপুল নামক স্থানের একটি সিএনজি পাম্প থেকে গ্যাস রিপিল করে পাম্পের অদূরে যাওয়ার পর বিকট শব্দে বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে বাসটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে মুরাদনগর থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে বাসটি ভস্মীভূত হয়ে যায়। এঘটনায় স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে। তবে বাসটি পুড়ে গেলেও ভাগ্যক্রমে এতে কোন যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।