ঢাকা, ০২ জানুয়ারি: তৃতীয়বারের মতো সাম্বা ডি’অর পুরস্কার জিতলেন ব্রাজিল ও পিএসজি তারকা নেইমার। ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলছে এমন ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্য থেকে প্রতিবছর একজনকে এই পুরস্কার দেয়া হয়। ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জিসাস ও লিভারপুলের ফিলিপে কুটিনহোকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন নেইমার।
এর আগে দুইবার নেইমার এই পুরস্কার জিতেছিলেন। সে সময় তিনি খেলতেন বার্সেলোনার হয়ে। ফ্যান, সাংবাদিক ও নির্বাচিত সাবেক খেলোয়াড়দের ভোটে সাম্বা ডি’অর পুরস্কার জয়ী নির্ধারিত হয়। ২০০৮ সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হয়। প্রথমবার এই পুরস্কার জিতেছিলেন কাকা। নেইমারের আগে থিয়াগো সিলভা তিনবার এই পুরস্কার জিতেছিলেন।
গত আগস্টে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে পাড়ি জমান নেইমার। এখন পর্যন্ত পিএসজির হয়ে ২০টি ম্যাচ খেলে ১৭টি গোল করেছেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে প্যারিসে এক অনুষ্ঠানে নেইমারের হাতে সাম্বা ডি’অর ট্রফি তুলে দেয়া হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান