ঢাকা, ০২ জানুয়ারি : পিচ নিয়ে একের পর এক সমস্যা লেগেই রয়েছে। বাজে রেটিং পাচ্ছে, কিউরেটররা সমালোচিত হচ্ছেন। তারপরও, এর কোনো সমাধান হচ্ছে না। কোনো পথ না পেয়ে, এই বিষয়ে হস্তক্ষেপ করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
আইসিসি তাই পিচের ব্যাপারে নতুন কিছু আইন প্রণয়ন করতে যাচ্ছে, যা আগামী ৪ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই আইন চালুর পরিকল্পনা করছে আইসিসির কার্যনির্বাহী পরিষদ। এই বিষয়ে বেশ কিছু দিক নির্দেশনাও দিয়েছে আইসিসি।
নতুন আইনে, যদি কোনো ভেন্যু প্রয়োজনীয় বিষয়গুলো ঠিকঠাক মতো পালন করতে না পারে, তবে ডিমেরিট পয়েন্ট পাবে। এই ডিমেরিট পয়েন্ট থাকবে পাঁচ বছর পর্যন্ত। এর মধ্যে পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে ১ বছরের নিষেধাজ্ঞা পাবে ভেন্যুটি।
আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যখন একটি ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেয়ে যাবে, ১২ মাসের জন্য আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনে নিষেধাজ্ঞা পাবে। ১০টি ডিমেরিট পয়েন্ট পেলে আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ মাসের জন্য নিষিদ্ধ হবে ভেন্যুটি।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান