ঢাকা, ০২ জানুয়ারি: স্যামসাংয়ের সর্বাধুনিক স্মার্টফোন গ্যালাক্সি নোট সেভেন। কিন্তু সম্প্রতি অভিযোগ উঠছে এ স্মার্টফোনটি প্রায়ই বিস্ফোরিত হচ্ছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশ থেকে সেটটি ব্যান করা হয়েছে। এ ছাড়া ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও প্লেন দুর্ঘটনার আশঙ্কায় এ সেটটি ইউজ করতে বারণ করেছে।
বিশ্বের অনেক দেশের এভিয়েশন সংস্থা তাদের প্লেনে এ সেট ইউজ করতে নিষেধাজ্ঞা দিয়েছে। মূলত সমস্যাটি হয়েছে গ্যালাক্সি নোট সেভেন স্মার্টফোনের ব্যাটারির কারণে। ইউজাররা জানিয়েছেন, চার্জের সময় এ স্মার্টফোনটি প্রায়ই খুব গরম হয়ে যায়। স্যামসাংও এ বিষয়টির কথা স্বীকার করেছে।
স্যামসাং জানিয়েছে, স্মার্টফোনটির ব্যাটারির এ সমস্যার গোটা বিশ্বে মোট ৩৫টি রিপোর্ট পাওয়া গেছে। আর এ স্মার্টফোনটি ২৫ লাখ তৈরি করা হয়েছে। তার পরও এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ স্মার্টফোনে এ ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা সাধারণত ১০ লাখে একটি ঘটে।
এ বিষয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের কেমিক্যাল ইঞ্জিনিয়ার ডনাল ফিনেগান বলেন, ‘ব্যাটারি দুর্ঘটনার হার সাধারণত খুবই কম থাকে।’ তিনি আরও বলেন, ‘ব্যাটারি বিষয়ে যে কোনও দুর্ঘটনাই খুবই গুরুত্বপূর্ণ। আর এটি সহজেই মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করে।’
বহু রিচার্জেবল ডিভাইসের মতোই স্মার্টফোনও ব্যবহার করে লিথিয়াম আয়ন সেল। এটি আগুনের ক্ষেত্রে বিপজ্জনক। অতিরিক্ত তাপের কারণে প্রায়ই স্মার্টফোনের ব্যাটারিতে সমস্যা হয়। এ ক্ষেত্রে গ্রীষ্মকালে গাড়ির মধ্যে স্মার্টফোন রাখালে, অন্য কোনও মাধ্যম থেকে স্মার্টফোন গরম হয়ে গেলে কিংবা ব্যাটারির ত্রুটির কারণে তাপ বেড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে।
স্মার্টফোনের ব্যাটারি দুর্ঘটনার আরেকটি কারণ হতে পারে। যদি কোনও কারণে চার্জ ফুল হওয়ার পরেও চার্জ করা বন্ধ না হয় তাহলে তাতে দুর্ঘটনা ঘটতে পারে। ব্যাটারির তাপ যদি কোনো কারণে ১০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় তাহলে তার ভেতরের যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়া শুরু হয়। এতে কেমিক্যাল চেইন রিঅ্যাকশন হতে পারে এবং তাতে নিজস্ব এনার্জি ছড়িয়ে পরে। এতে ব্যাটারি বিস্ফোরিত হওয়ার সম্ভনা অনেক পরিমাণ বেড়ে যায়।
দুর্ঘটনা এড়াতে কী করবেন? শুধু স্যামসাং নোট সেভেন স্মার্টফোনই নয়, যে কোনও স্মার্টফোই বিস্ফোরিত হতে পারে। দুর্ঘটনা এড়াতে অতিরিক্ত তাপে স্মার্টফোন রাখতে বারণ করছেন বিশেষজ্ঞরা। এ ছাড়া স্মার্টফোন চার্জের সময় সর্বদা খোলামেলা স্থানে রাখা উচিত তা যেন অতিরিক্ত গরম হয়ে না যায়।
সঠিক চার্জার ব্যবহার না করলেও দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান বিশেষজ্ঞরা। অনেকেই স্মার্টফোন বালিশের নিচে কিংবা বা বদ্ধ জায়গায় রাখেন যা খুবই বিপজ্জনক। এ বিষয়গুলো মেনে চললে স্মার্টফোন দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্যামসাং তাদের এই স্মার্টফোনটির নতুন ভার্সনে এ সমস্যা নিয়ে কাজ করেছেন বলে জানিয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান