ঢাকা, ০২ জানুয়ারি: একটা চুমু৷ তাতেই বলা হয়ে যায় হাজারো কথা৷ শুধু শরীরে শরীরে ছোঁয়া নয়, মনের কথাই প্রকাশ পায় চুম্বনে৷ শব্দে যা প্রকাশ করা যায় না তা মুহূর্তে বুঝিয়ে দিতে পারে৷ তবে শরীরের বিভিন্ন জায়গায় চুমুর আলাদা আলাদা মানে আছে৷ গালে, কপালে বা ঠোঁটে ঠোঁট; প্রত্যেকটি আলাদা আলাদা কথা বলে৷
কপাল
পার্টনারকে “ভালোবাসি” বলার সবচেয়ে মিষ্টি পন্থা হল কপালে একটি ছোট্ট চুমু৷ প্রেম, শ্রদ্ধা ও যত্ন প্রকাশ পায় এই চুমুতে৷ এই চুমু বলে দেয় আপনার পার্টনার আপনার উপর কতটা যত্নশীল৷ নমনীয়ভাবে মনে করিয়ে দেয় সে আপনাকে কখনও আঘাত দেবে না৷ বিশ্বাসের গভীরতা প্রকাশ পায় এই চুমুর মাধ্যমে৷
হাত
এর একাধিক মানে হতে পারে৷ তবে সবচেয়ে বেশি এই চুমু বন্ধুত্বের প্রতীক হিসেবেই পরিচিত৷ কখনও বন্ধুত্বকে তার পরের পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যও অনেকে হাতে চুমু খায়৷ কেউ যদি আপনার হাতে চুমু খায় তাহলে বুঝে নিতে হবে সে আপনাতে মুগ্ধ৷ সারাজীবন আপনার সঙ্গে থাকতে চায়৷
কান
এই চুমু সবচেয়ে প্যাশনেট৷ রোম্যান্সের পরিষ্কার প্রকাশ কানে হালকা একটা চুমু৷ পার্টনারের সেনসেশন জাগিয়ে তুলতে কানের লতিতে একটা চুমু যথেষ্ট৷ আর তারপর যদি লতির চারপাশে জিভের কারুকাজ শুরু হয়, তাহলে তো কথাই নেই৷
ঘাড়
পার্টনারের প্রতি যত্ন প্রকাশ করে ঘাড়ে চুমু৷ স্নেহ, সমর্থন ও বন্ধুত্ব প্রকাশ করে৷ তবে শুধু তাই নয়৷ এই চুমুও যথেষ্ট প্যাশনেট৷
সিঙ্গল লিপ কিস
ঠোঁটে ঠোঁট৷ কিন্তু গভীর চুমু নয়৷ মাত্র একবার, মুহূর্তের জন্য হালকা একটা চুমু৷ তবে এর অর্থ কিন্তু খুব গভীর৷ আপনার পার্টনার আপনার জন্য কতটা ‘পাগল’ তা জানান দেয় সিঙ্গল লিপ কিস৷
ফ্রেঞ্চ কিস
এর মানে আপনি ও আপনার পার্টনার একে অপরের কাছে দারুণ কমফর্টেবল৷ শারীরিক সম্পর্ক আপনারা উপভোগ করেন৷