বাংলার খবর২৪.কম বরগুনা : বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলে বহরে গণডাকাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত দেড় শতাধিক ট্রলারে ডাকাতি শেষে জলদস্যূ বাহিনী শতাধিক জেলে মুক্তিপণের দাবিতে অপহরণ করে সুন্দরবনের গহীণে নিয়ে যায় বলে জেলা ট্রলার মালিক সমিতি শনিবার সন্ধ্যায় এ খবর নিশ্চিত করেছেন।
জেলেদের বরাত দিয়ে জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের সোনার চর ও ডুবোজাহাজ এলাকায় বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত মাছ ধরার সময় জেলে বহরে সশস্ত্র গণডাকাতি চালায় সুন্দরবনের রাজু বাহিনী। এ সময় এফবি পর পীর আউলিয়া-১, এফবি এনি, এফবি আবদুল্লাহ, এফবি নগর কামিনি, এফবি সেরাজুল, এফবি তারিকুলসহ শতাধিক মাছ ধরা ট্রলার ও মাছ লুট করে নিয়ে যায়। এ সময় ইউসুফ, হানিফ, রাজ্জাক, পান্না, জলিল, বেল্লাল, জাফর মিয়া, রফিক, আউয়ালসহ শতাধিক মাঝিকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে নিয়ে যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে ডাকাতিকালে সোনার চর এলাকায় সুন্দরবনের রাজু বাহিনী ডাকাতি করার সময় জেলেরা জলদস্যূ বাহিনীর ২ সদস্য ও ১৫৯ রাউন্ড গুলি উদ্ধার করে। এ সময় জেলেদের সাথে জলদস্যূদের ধস্তাধস্তি হলে জলদস্যূদের সাথে থাকা ২টি বিদেশী অস্ত্র নদীতে পরে যায়। আটককৃত জলদস্যূরা হলেন, খুলনার দাকোপ উপজেলার আকবর আলীর পুত্র মো. ফারুক, বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার হায়দার আলীর পুত্র বেল্লাল। ডাকাতদের কোস্টগার্ডের সহায়তায় তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।
ডাকাতির বিষয় জানতে চেয়ে কোস্টগার্ডের পাথরঘাটা ষ্টেশন কমান্ডারের মুঠোফোনে কলা করা হলে বন্ধ পাওয়া যায়।