বাংলার খবর২৪.কম : নিজেকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিলেন দল থেকে সদ্য ‘বহিষ্কৃত’ মহাসচিব আলমগীর মজুমদার। একই সঙ্গে তার নেতৃত্বাধীন এনডিপি ২০ দলে আছে জানিয়ে পাঁচ দফা সুপারিশ বাস্তবায়নে জোট প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। এসব সুপারিশের বিষয়ে জোটের অবস্থান স্পষ্ট না করলে জোট ছাড়ারও হুমকি দেন তিনি।
যদিও শুক্রবার রাতে দলের নির্বাহী কমিটির বৈঠকে আলমগীর মজুমদারকে বহিষ্কার করা হয়েছে বলে জানান এনডিপির চেয়ারম্যান গোলাম মোর্ত্তজা। তিনি বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”
শনিবার সকালে রাজধানীর কাকরাইলে ঈসা খাঁ হোটলে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান জানান আলমগীর মজুমদার।
নিজেকে এনডিপির নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাবি করে তিনি বলেন, “গত ১২ সেপ্টেম্বর পার্টির প্রেসিডিয়ামের সভায় দলের চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজাকে দলীয় নীতি আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধ বিবর্জিত কার্যক্রমের কারণে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”
তার নেতৃত্বাধীন এনডিপি ২০ দলের আছে জানিয়ে পাঁচ দফা সুপারিশ তুলে ধরেন। এগুলো বাস্তাবায়ন করতে বিএনপি চেয়ারপারসন ও জোট প্রধান বেগম খালেদা জিয়াকে ৭২ ঘন্টার সময়সীমা বেঁধে দেন। এগুলো বাস্তবায়ন না করা হলে জোট ছাড়ারও হুঁশিয়ারি দেন আলমগীর মজুমদার।
সুপারিশগুলো মধ্যে রয়েছে জনগণের দুর্ভোগ লাঘব হয় এমন কর্মসূচি দিতে হবে, ২০ দল ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সর্ম্পক কী হবে তা ঠিক করা, ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন করা যাবে কি-না প্রভৃতি। এসব বিষয়ে স্পষ্ট করা না হলে তার নেতৃত্বাধীন দল ২০ দলে থাকবে না বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি (একাংশ) নতুন ভারপ্রাপ্ত মহাসচিব আমিনুর রহমান খান, সভাপতিমণ্ডলীর সদস্য তপন খান, মাহবুবুল আলম ফারুক, এ আর এম জাফুরুল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাউয়ুম প্রমুখ।
এছাড়া এপিপির চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব আব্দুল হাই মন্ডল, ইসলামিক পার্টির মহাসচিব এম এ রশিদ প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান