সিলেট, ০১ জানুয়ারি : সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত শিমু আহমদ মহানগর ছাত্রদলের সদস্য।
এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯জন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকালে নগরীর কোর্টপয়েন্ট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ওসি গৌসুল হোসেন বলেন, ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কোর্ট পয়েন্ট এলাকায় মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলে আধিপত্য নিয়ে মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাবিল আহমদ পক্ষের কয়েকজন শিমু আহমদকে ছুরিকাঘাত করে।
এ নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান