ঢাকা, ৩১ ডিসেম্বর, : আফগানিস্তানে কবরস্থানে একটি অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন।
আজ রবিবার পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জালালাবাদ প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানি জানিয়েছেন, শহরের একটি গোরস্থানে প্রাক্তন জেলা গভর্নরের দাফনের পর হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তাৎক্ষনিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি।
এর আগে, গত বৃহস্পতিবার রাজধানী কাবুলের শিয়া সাংস্কৃতিক কেন্দ্রে আত্মঘাতী হামলায় নিহত হয়েছিল ৪১ জন। ওই ঘটনায় আরো ৮০ জন আহত হয়। সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। ওই হামলার রেশ কাটতে না কাটতেই রোববার নতুন করে আত্মঘাতী হামলার ঘটনা ঘটল।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান