ব্রাহ্মণবাড়িয়া, ৩১ ডিসেম্বর, : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দুর্নীতির কারণেই সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, ‘সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে থাকা এগারোটি অভিযোগের পরিপ্রেক্ষিতে অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে না চাওয়াতেই তিনি পদত্যাগ করেছেন।’
আইনমন্ত্রী আজ রবিবার দুপুরে জেলার কসবার পৌর এলাকার তালতলা গ্রামে পল্লীবিদ্যুতের নতুন সংযোগ দানের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
উপজেলার বিভিন্ন গ্রামে পল্লীবিদ্যুতের নতুন লাইন সংযোগ দান উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়।
পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনিসুল হক ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া পল্লীবিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক মো. আব্দুল ওয়ারিদ।
আনিসুল হক বলেন, ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীতেও আওয়ামী লীগ বিজয়ী হয়ে আবারো ক্ষমতায় আসবে। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে শুধু ভোট নয়, আইনের মাধ্যমেও জবাব দেয়া হবে। কাউকে গ-গোল করতে দেয়া হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে বসেছে। মার্কিন প্রেসিডেন্ট যখন অনৈতিকভাবে ফিলিস্তিনীর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন তখন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রতিবাদ করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে রয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান