পটিয়া (চট্টগ্রাম), ৩১ ডিসেম্বর, : চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় গতকাল শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই সেনা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
কর্ণফুলী থানার পরিদর্শক (তদন্ত) হাসান ইমাম জানিয়েছেন, গতকাল শনিবার গভীর রাতে শাহ আমানত সেতু সংলগ্ন মইজ্জ্যারটেক এলাকা থেকে এ দুইজনকে তারা গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া মো: শিহাব উদ্দিন ও মো: শফিকুল ইসলাম চট্টগ্রাম সেনানিবাসে সৈনিক পদে কর্মরত বলে পরিদর্শক হাসান জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার টায় কক্সবাজার হতে আসা বাস তল্লাসী করার সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ মো: শিহাব উদ্দিন ও মো: শফিকুল ইসলাম নামে দুই সেনা সদস্যকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।
হাসান ইমাম বলেন, “দুই সৈনিক কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলেন। মইজ্জ্যার টেক এলাকায় তারা বাস থেকে নেমে আরেকটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। সে সময় গোপন খবরের ভিত্তিতে তাদের তল্লাশি চালিয়ে ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃতরা পুলিশকে বলেন, তারা ছুটি নিয়ে কক্সবাজারে গিয়ে সেখান থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন। তবে এ বিষয়ে সেনাবাহিনীর বক্তব্য জানা যায়নি। শিহাব ও শফিকুলের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে কর্ণফুল থানার ওসি মোস্তাফা জানান।