ঢাকা, ৩১ ডিসেম্বর, : বাংলাদেশ পুলিশের বহিরাগত ক্যাডেট উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০১৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ ১ হাজার ৫১১ জনকে মৌলিক প্রশিক্ষণ দেয়ার জন্য সুপারিশ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী মহা-পরিদর্শক (এআইজি-মিডিয়া) সহেলী ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।
ফলাফলে উত্তীর্ণদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা
১। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ভিআর সম্পন্নের পর এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ও সন্তোষজনক ভিআর প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের বহিরাগত ক্যাডেট এসআই (নিরস্ত্র) হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য সারদায় প্রেরণ করা হবে।
২। এক বছরের প্রশিক্ষণ শেষে তাদের শিক্ষানবিশ হিসেবে নিয়োগ দেয়া হবে। নিয়োগের দুইবছর পর তাদের চাকরি স্থায়ী হবে।
৩। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও ফরম পূরণ সংশ্লিষ্ট রেঞ্জ ডিআইজি’র এর মাধ্যমে সম্পন্ন করতে হবে।
এসআই নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল:
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান