বাংলার খবর২৪.কম : মরণঘাতী রোগের নাম ক্যানসার শরীরে এ রোগের উপস্থিতি । প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে তা সারানো সম্ভব হয়। তাই চিকিৎসকরা ক্যানসার নির্ণয়ে ইলেকট্রনিক স্কিনের একটি ছোট যন্ত্র আবিষ্কার করেছেন ।
শরীরে মরণঘাতী ব্রেস্ট ক্যানসার বাসা বেঁধেছে কি না তা নির্ণয়ে বেশ কার্যকরী এটি। স্তনে কোনো অতিরিক্ত লাম্প (গোটা) হয়েছে কি না তা অনেক সময় হাত দিয়ে বোঝা নাও যেতে পারে। কিন্তু ইলেকট্রনিক স্কিন সন্ধান দেবে সেই ছোট ছোট লাম্পের।
যুক্তরাষ্ট্রের নেব্রাসকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক রবি এফ সরফ ও চিউ ভ্যান নিগুয়েন জানান, স্তনের ক্যানসার যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে যকৃতে সংক্রমণ থেকে এটি নিধন করা যেতে পারে। সাধারণত লাম্প যদি ২১ মিলিমিটারের থেকে ছোট হয় তাহলে হাতে ধরা পড়ে না। কিন্তু ইলেকট্রনিক স্কিন খুঁজে বের করতে পারে তার থেকেও ছোট লাম্প। লাম্পের গতিপ্রকৃতি বিচার করে সময় মতো চিকিৎ্সা শুরু করলে রোগীর বাঁচার সম্ভাবনা ৯৪ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
ন্যানোপার্টিকল ও পলিমারের সাহায্যে তৈরি এই ইলেকট্রনিক স্কিন ৫ মিলিমিটার থেকে ২০ মিলিমিটার পর্যন্ত ছোট লাম্পও খুঁজে বের করতে পারে। যন্ত্র খুব শিগগিরই বাজারে ছাড়া হবে।
শিরোনাম :
স্তন ক্যানসার থেকে বাঁচার সম্ভাবনা ৯৪ শতাংশ বৃদ্ধি করলো ইলেকট্রনিক স্কিন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০২:১৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০১৪
- ১৭৫৬ বার
Tag :
জনপ্রিয় সংবাদ