ঢাকা, ৩০ ডিসেম্বর, : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে সব মিলিয়ে সাড়ে তিন বছর ছিলেন চান্দিকা হাতুরুসিংহে। এ সময় কড়া শাসনেই থাকতে হতো ক্রিকেটারদের। চুন থেকে পান খসলেই শাসন করতেন তিনি। বকাঝকাও করতেন নিয়মিত। তাকে দেখলেই মনে হতো যেন রূদ্রমূর্তি ধারণ করে আছেন। কদাচিৎ হাসতে দেখা যেত। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে চুক্তি থাকলেও দক্ষিণ আফ্রিকা সফর শেষে অনেকটা হুট করেই পদত্যাগপত্র জমা দেন হাতুরুসিংহে।
সেই থেকে কোচ শূণ্য বাংলাদেশ। যদিও আসন্ন ত্রিদেশীয় ও শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের অঘোষিত প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন। বর্তমানে তার অধীনেই ক্যাম্প করছে জাতীয় দলের ক্রিকেটাররা। হাতুরুসিংহের সঙ্গে সুজনের পার্থক্য কি? শনিবার অনুশীলন শেষে তাসকিন আহমেদকে এমন প্রশ্নই ছুঁড়ে দেওয়া হয়েছিল। জবাবে ডানহাতি এই পেসার বললেন, ‘হাতুরুসিংহে রাগ করলে বকাঝকা করত, কিন্তু সুজন স্যার আদর করে বুঝিয়ে শুনিয়ে দেয়।’
জাতীয় দলের এই তারকা পেসারের মতে, একেকজনের বোঝানোর বা শেখানোর পদ্ধতি একেকরকম। সে হিসেবে, হাতুরুসিংহে একটু বকেঝকে বলতেন। আর খালেদ মাহমুদ সুজন শিষ্যদের ভুল হলেও গুরু হিসেবে রেগে গিয়ে বকা না দিয়ে শেখাচ্ছেন আদর করে। ফলে তাদেরও শিখতে সহজ হচ্ছে এবং শিষ্যরা শিখছেনও আনন্দ নিয়ে। এ প্রসঙ্গে তাসকিন বললেন, ‘একেকজনের বোঝানোর পদ্ধতি একেক রকম। উনি হয়তো একটু বকেঝকে বলতেন, আর সুজন স্যার রাগ করলে বকেন। তবে আদর করে বোঝান, যেন আমরা সহজে ধরতে পারি।’
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ সদস্যর অনেকেই সুজনের কোচিংয়ে ক্লাব ক্রিকেট ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে সুজনের অধীনে খেলার ও শিরোপা জয়ের অভিজ্ঞতাও আছে তাসকিনের। পুরনো কোচকে জাতীয় দলে পেয়ে নিজেকে ছন্দে ফেরানোর টোটকাও নাকি পেয়ে গেছেন এই ডানহাতি পেসার, ‘সুজন স্যারের সঙ্গে আমরা বোলাররা যারা আছি তারা ছোটবেলা থেকেই কাজ করছি। তিনি জানেন কার কী শক্তি। আমার ইনকাটটা ন্যাচারাল। আমি সাউথ আফ্রিকাতে যাওয়ার আগে আউট সুইং নিয়ে বেশি কাজ করতে গিয়ে ওই মূল শক্তির জায়গায় ফোকাস করতে পারিনি। এখন আবার সেটা করছি। সুজন স্যার ওখানেই ফোকাস করাচ্ছেন। আশা করি ঠিক হয়ে যাবে।’
বাংলাদেশের পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের দায়িত্ব নিয়েছেন হাতুরুসিংহে। লঙ্কানদের হয়ে হাতুরুসিংহের প্রথম মিশন বাংলাদেশের বিপক্ষেই। সাড়ে তিন বছর মাশরাফি-সাকিবদের সঙ্গে থাকায় বাংলাদেশ দলের খুঁটিনাটি সবই জানেন তিনি। কিছুটা হলেও এগিয়ে থাকবে লঙ্কানরা। তবে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস তাসকিনের, ‘হাথুরুসিংহে আমাদের অনেকদিন কোচ ছিল। সে আসলে আমাদের ভাল মন্দ জানে যে কার কি শক্তি- দুর্বলতা। এটা হয়ত ওদের বাড়তি সুবিধা দিতে পারে। তাও আমার বিশ্বাস দেশের মাটিতে আমাদের সামর্থ্য অনুযায়ী খেললে ভাল কিছু হবে।’